চ্যাম্পিয়ন্স লিগেও ম্যান ইউয়ের হোঁচট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2018 03:28 AM BdST Updated: 03 Oct 2018 04:14 AM BdST
বড্ড বাজে সময়ের মধ্য দিয়ে পথচলা ম্যানচেস্টার ইউনাইটেড আবারও হোঁচট খেয়েছে। এবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ভালেন্সিয়ার সঙ্গে ড্র করেছে জোসে মরিনিয়োর দল।
ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র করে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা চার ম্যাচ জয়শূন্য রইলো ইউনাইটেড। গত সপ্তাহে লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের সঙ্গে ১-১ ড্রয়ের পর গত শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে হারে মরিনিয়োর শিষ্যরা। আর এর মাঝে গত মঙ্গলবার ডার্বি কাউন্টির কাছে নাটকীয় পেনাল্টি শুট আউটে হেরে লিগ কাপ থেকে ছিটকে যায় ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।
কোচিং ক্যারিয়ারে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা চার ম্যাচ জয়শূন্য থাকার তেতো অভিজ্ঞতা হলো পর্তুগিজ কোচ মরিনিয়োর।
চেনা পরিবেশে সমর্থকদের সামনে ইউনাইটেডের প্রথমার্ধের পারফরম্যান্স ছিল হতাশাজনক। রোমেলু লুকাকু-আলেক্সিস সানচেসদের নিয়ে গড়া স্বাগতিকদের আক্রমণভাগ ছিল নিজেদের ছায়া হয়ে। বিপরীতে অধিকাংশ সময় তাদের রক্ষণে চাপ ধরে রাখে ভালেন্সিয়া। তবে দুদলের কেউই বিরতির আগে ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে ইউনাইটেড। ৬১তম মিনিটে পল পগবার দারুণ একটি ফ্রি-কিক কর্নারের বিনিময়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক। পাঁচ মিনিট পর বেলজিয়ান ফরোয়ার্ড মিচি বাতসুয়াই কাছ থেকে বল উড়িয়ে মারলে বেঁচে যায় তিনবারের চ্যাম্পিয়নরা।
আর শেষ দিকে মার্কাস র্যাশফোর্ডের শট ক্রসবারের কোনায় লাগলে পয়েন্ট হারানোর হতাশাতেই মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।
চ্যাম্পিয়ন্স লিগে ভালেন্সিয়ার গোল খরা আরও দীর্ঘ হলো। ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় ৪৬৮ মিনিট কোনো গোল করতে পারেনি তারা। এই প্রতিযোগিতায় স্পেনের কোনো ক্লাবের এটাই সবচেয়ে দীর্ঘ গোল খরা। ২০১৫ সালে প্রতিপক্ষের জাল থেকে সবশেষ বল কুড়িয়ে এনেছিল দলটি। তবে সেটাও ছিল আত্মঘাতী গোল।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পেনের ক্লাব ভালেন্সিয়া।
দিনের অন্য ম্যাচে সুইস ক্লাব ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারানো ইউভেন্তুস ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ