বড় টুর্নামেন্টে গোলের রেকর্ড রোনালদোর

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোল করতে মাত্র চার মিনিট সময় নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গড়লেন আরও এক রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে টানা আটটি বড় প্রতিযোগিতায় গোল করলেন পর্তুগালের এই ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 08:58 PM
Updated : 16 June 2018, 06:53 AM

সোচির ফিশৎ স্টেডিয়ামে শুক্রবার ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরুর চতুর্থ মিনিটেই স্পট কিকে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো। ডি-বক্সের ঠিক ভেতরে স্পেনের নাচো ফের্নান্দেস রোনালদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডান দিক দিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন পর্তুগাল অধিনায়ক।

২০০৪ সালে ইউরো চ্যাম্পিয়ন্সশিপ দিয়ে শুরুটা করেছিলেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। গোল করেন এর পরের তিন ইউরো আসরেও। আর এবার নিয়ে টানা চার বিশ্বকাপে গোল করলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।  

রোনালদো ছাড়াও টানা চার বিশ্বকাপে গোল করা অপর তিন খেলোয়াড় হলেন জার্মানির উভে জিলা, ব্রাজিলের পেলে ও জার্মানির মিরোস্লাভ ক্লোসা।

স্পেনের জালে পরে আরও দুইবার বল জড়ান রোনালদো। তার হ্যাটট্রিকে ম্যাচটিতে ৩-৩ গোলে ড্র করে পর্তুগাল।