রোনালদোর ‘পারসোনাল বেস্ট’

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে স্পেনের বিপক্ষে ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো উপহার দিলেন ৫১তম হ্যাটট্রিক। গড়লেন বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডও। রাশিয়া বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচের প্রাপ্তিকে তাই ‘পারসোনাল বেস্ট’ আখ্যা দিলেন পর্তুগালের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2018, 06:09 AM
Updated : 16 June 2018, 06:53 AM

গত শুক্রবার ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ৩-৩ ড্র করে পর্তুগাল। ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদের পর প্রথমার্ধের আগে দ্বিতীয় গোলটি করেন রোনালদো।

৮৮তম মিনিটের দুর্দান্ত ফ্রি-কিকে হ্যাটট্রিক পূরণ করে দলকে মূল্যবান ১ পয়েন্ট এনে দেন রোনালদো। চোখ জুড়ানো বাঁকানো ফ্রি-কিকে বল জালে পৌঁছে দেওয়া এই ফরোয়ার্ড অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হওয়ার আনন্দে ভাসছেন।

“আমি খুবই খুশি। এটা একটা পারসোনাল বেস্ট, যেটা দারুণ। এটা আমার ক্যারিয়ারে আরেকটি রেকর্ড।”

নিজের অর্জনের চেয়ে দলের প্রাপ্তিকে সামনে টেনে আনলেন অধিনায়ক।

“বিশ্বকাপের একটা ফেভারিটের বিপক্ষে পর্তুগাল যা করেছে, সেটা আলোচনায় আসা বেশি গুরুত্বপূর্ণ। আমার মতে এটা ন্যায়সঙ্গত ফল।”

“আমরা খুবই খুশি এবং এটা খুবই কঠিন লড়াই ছিল। এখন আমরা পরের ম্যাচ নিয়ে ভাবব।”

‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার পর্তুগাল মুখোমুখি হবে ইরানের কাছে হেরে আসা মরক্কোর।