রোনালদোর আরেকটি রেকর্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2018 04:24 AM BdST Updated: 04 Apr 2018 10:11 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গড়েছেন টানা ১০ ম্যাচে গোল করার অনন্য কীর্তি।
Related Stories
মঙ্গলবার রাতে ইউভেন্তুস স্টেডিয়ামে স্বাগতিকদের জালে দুই মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় ইসকোর নীচু ক্রসে প্রথম ছোঁয়ায় রেকর্ড গড়া গোলটি করেন রোনালদো। ওই পর্যন্ত তার করা ১১৮ চ্যাম্পিয়ন্স লিগ গোলের মধ্যে এটাই দ্রুততম।
গত মাসে শেষ ষোলোর ফিরতি পর্বে পিএসজির মাঠে দলকে এগিয়ে দেওয়া গোলে রুড ফন নিস্টলরয়ের টানা নয় ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রোনালদো। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কীর্তিটি গড়েছিলেন ডাচ ফরোয়ার্ড নিস্টলরয়।
ম্যাচের ৬৩তম মিনিটে দানি কারভাহালের ক্রসে দারুণ এক বাইসাইকেল কিকে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।
এই নিয়ে ইউরোপ সেরার মঞ্চে শেষ ১০ ম্যাচে মোট ১৬টি গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। গত আসরের ফাইনালে জোড়া গোল করার পর চলতি মৌসুমে করেছেন ১৪টি।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত ৩৯টি গোল করলেন রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ।
আর ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ আটের লড়াইয়ে এটা রোনালদোর ২২তম গোল! টুর্নামেন্টে সব মিলিয়ে তার গোল হল ১১৯টি।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
টিভিতে আজ
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা