‘বিস্ময়কর’ ফর্মে রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2018 09:27 PM BdST Updated: 04 Apr 2018 10:12 PM BdST
সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো বিস্ময়কর ফর্মে আছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোস। স্প্যানিশ এই ডিফেন্ডারের মতে, ইউভেন্তুসের মাঠে পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার যে অভিবাদন পেয়েছে সেটা তার প্রাপ্য।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে ইউভেন্তুসের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। জোড়া গোল করেন রোনালদো। অবদান রাখেন মার্সেলোর গোলেও।
ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়া রোনালদো ৬৩তম মিনিটে দানি কারভাহালের ক্রসে অসাধারণ এক বাইসাইকেল কিকে জালে জড়ান বল। চোখ ধাঁধানো গোলটির জন্য স্বাগতিক সমর্থকদের কাছ থেকেও অভিবাদন পান ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়।
ইউভেন্তুসের জালে বল পাঠিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের টানা ১০ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন রোনালদো। এর শুরুটা গত আসরের ফাইনালে। কার্ডিফে ওই ফাইনালে ইউভেন্তুসের বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার।
প্রতিযোগিতাটিতে গত ১০ ম্যাচে রোনালদোর গোল দাঁড়াল ১৬টি। আর চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব ধরনের প্রতিযোগিতায় ৩৯ গোল নিয়ে আছেন সবার উপরে।
রোনালদোর ফর্ম ও বাইসাইকেল কিক থেকে করা গোলটির প্রশংসায় পঞ্চমুখ রিয়াল ডিফেন্ডার রামোস।
“সে বিস্ময়কর ফর্মে আছে। এটা আমাদের সুবিধা। আশা করি, সব মৌসুমেই সে এমন অবস্থায় থাকবে।”
“এটা চমৎকার এক গোল ছিল। বাইসাইকেল কিক দেখাটা ছিল মনোমুগ্ধকর। সে ভক্তদের স্বীকৃতির পুরস্কারটা পেয়েছে, যারা তাকে এই পর্যায়ে অনেক বছর ধরে পারফর্ম করতে দেখেছে।”
দলের পারফরম্যান্সেও সন্তুষ্টি প্রকাশ করলেন রামোস।
“এটা পরিপূর্ণ একটা পারফরম্যান্স ছিল। এটা গুরুত্বপূর্ণ একটা ধাপ ছিল। আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম সবকিছু সেভাবেই ঘটেছে। এটা খুবই ভালো একটা ফল। আমরা কোনো গোলও খাইনি।”
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
টিভিতে আজ
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা