কোন গ্রহ থেকে এসেছ তুমি, গণমাধ্যমে রোনালদো বন্দনা

ইউভেন্তুসের বিপক্ষে বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল করা ক্রিস্তিয়ানো রোনালদোর বন্দনায় মেতেছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের জাদুকরী ফিনিশিংয়ের প্রশংসায় পত্রিকায় শিরোনাম হচ্ছে -কোন গ্রহ থেকে এসেছো তুমি?

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 12:45 PM
Updated : 4 April 2018, 04:12 PM

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে তুরিনে ম্যাচের শুরুতেই রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। ৬৩তম মিনিটে জাদুকরী এক মুহূর্তে দানি কারভাহালের ক্রসে বাইসাইকেল কিকে পর্তুগিজ ফরোয়ার্ড ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে স্বাগতিকরা।

রোনালদোর দুর্দান্ত ওই গোলের প্রশংসায় স্পেনের ক্রীড়া দৈনিক এএস তাদের প্রচ্ছদে লিখেছে, ‘কোন গ্রহ থেকে এসেছ তুমি?’।

রোনালদোর ‘অ্যাক্রেবেটিক ফিনিশিংয়ের’ প্রশংসায় আরেক স্প্যানিশ পত্রিকা মার্কা তাদের প্রচ্ছদে লিখেছে ‘দ্য গোল’। আর ভেতরে তারা রোনালদোকে ‘দি স্তেফানো ২.০’ বলে বর্ণনা করেছে। মঙ্গলবার রাতের আগে সবশেষ ১৯৬২ সালের ইউরোপিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে ইউভেন্তুসের মাঠে জিতেছিল রিয়াল। ওই ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন আলফ্রেদো দি স্তেফানো। 

রিয়ালকে টানা পাঁচবার ইউরোপিয়ান কাপ জেতানো দি স্তেফানো ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত। সাবেক আর্জেন্টাইন ওই ফরোয়ার্ডের মতো কমপক্ষে তিনটি ইউরোপ সেরা প্রতিযোগিতার ফাইনালে গোল করেছেন রোনালদো। বাইসাইকেল কিকের গোলটি দিয়ে কিংবদন্তির পাশে বসার পথে আরেক ধাপ এগোলেন পর্তুগাল অধিনায়ক।

রিয়ালের সাবেক ফুলব্যাক আলভারো আরবেলোয়া পুরনো সতীর্থের প্রশংসায় টুইটারে লিখেছেন, “ক্রিস্তিয়ানো রোনালদো এখন পৃথিবী ছেড়ে মঙ্গলের মার্শানদের (মঙ্গলের কাল্পনিক প্রাণী) সঙ্গে খেলা শুরু করতে পারে।”

রোনালদোর অবিশ্বাস্য গোলটি দেখে মাথায় হাত দিতে দেখা যায় জিনেদিন জিদানকে। আর অমন দুর্দান্ত ফিনিশিংয়ে মুগ্ধ হয়ে ইউভেন্তুস সমর্থকদেরও উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায়। 

২০০২ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার লেভারকুজেনের বিপক্ষে অসাধারণ বাঁকানো এক ভলিতে রিয়ালের শিরোপা নিশ্চিত করেছিলেন জিদান। বর্তমানে কোচের দায়িত্বে থাকা সাবেক ফরাসি এই ফরোয়ার্ডও ম্যাচ শেষে জানান, রোনালদোর গোল দেখে তিনিও ‘কিছুটা ঈর্ষান্বিত’।  

কার্ডিফে গত আসরের ফাইনালে জোড়া গোল করা রোনালদো ইউভেন্তুসের মাঠে দুই মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় ইসকোর নিচু ক্রসে প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান। গড়েন চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১০ ম্যাচে গোল করার অনন্য কীর্তি।

চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনালদো প্রতিযোগিতাটির ইতিহাসের এ পর্যন্ত সর্বোচ্চ ১১৯ গোল করেছেন। টানা সপ্তম আসরে সেরা গোলদাতা হওয়ার পথেও আছেন তিনি। চলতি আসরে এখন পর্যন্ত করেছেন মোট ১৪ গোল। ২০১৩-১৪ মৌসুমে রেকর্ড সর্বোচ্চ ১৭ গোল করেছিলেন রোনালদো।