দুর্দান্ত গোলে নিজেই বিস্মিত রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2018 02:58 PM BdST Updated: 04 Apr 2018 10:12 PM BdST
চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে নিজেই বিস্মিত ক্রিস্তিয়ানো রোনালদো।
মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে তুরিনে শেষ দিকে ১০ জন নিয়ে খেলা স্বাগতিকদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন রোনালদো।
ম্যাচের তৃতীয় মিনিটে ইসকোর নিচু ক্রসে প্রথম ছোঁয়ায় দলকে এগিয়ে দেন রোনালদো। আর ম্যাচের ৬৩তম মিনিটে জাদুকরী এক মুহূর্তে দানি কারভাহালের ক্রসে বাইসাইকেল কিকে বল জালে পাঠান রোনালদো। জায়গা থেকে নড়ার সুযোগ পাননি বুফ্ফন। অবিশ্বাস্য গোল দেখে মাথায় হাত দিতে দেখা যায় জিদানকে।
পর্তুগিজ ফরোয়ার্ডের এমন দুর্দান্ত ফিনিশিংয়ে মুগ্ধ হয়ে ইউভেন্তুস সমর্থকদেরও উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায়। ম্যাচ শেষে রোনালদোর চোখে-মুখেও ছিল বিস্ময়।
ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়া রোনালদো উয়েফা ডটকমকে বলেন, “অসাধারণ গোল। আমি কি বলতে পারি, চমৎকার। আমি ওই গোলটি করার আশা করিনি। আসুন ম্যাচ নিয়ে কথা বলি। আমার মনে হয়, ম্যাচটি দারুণ হয়েছে। দারুণ এক দল ইউভেন্তুসের বিপক্ষে আমরা তিন গোল করেছি।”
Ronaldo has given us an early contender for #UCL Goal of the Week
— UEFA Champions League (@ChampionsLeague) April 3, 2018
Voting opens next Wednesday https://t.co/CL0b9kkjIV pic.twitter.com/ALni9fWMT7
“আমরা ভালো খেলেছি। অবশ্যই আমি খুশি। আমি দলকে সাহায্য করেছি। আমি দুই গোল করেছি। দারুণ একটি রাত।”
ইউরোপ সেরার মঞ্চে শেষ ১০ ম্যাচে মোট ১৬টি গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। গত আসরের ফাইনালে জোড়া গোল করার পর চলতি মৌসুমে করেছেন ১৪টি।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত ৩৯টি গোল করলেন রোনালদো, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ।
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’