বুধবার রাতে ঘরের মাঠে শেষ আটের ম্যাচে ৩-০ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। আরেক গোলদাতা এদিনসন কাভানি। গত রোববার লিগ ওয়ানে দলটিকে একই ব্যবধানে হারিয়েছিল উনাই এমেরির শিষ্যরা।
পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে পড়া নেইমারসহ গত ম্যাচে খেলা দলের মোট আটজনকে ছাড়া খেলতে নামে পিএসজি। তবে তাতে মোটেও ভাবনায় পড়তে হয়নি তাদের।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে আরেকটি সৌভাগ্যপ্রসূত গোলে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। বাঁ-দিক থেকে ইউরির বাড়ানো ক্রস ছয় গজ বক্সের মুখে অতিথিরা ঠেকাতে ব্যর্থ হলে পেয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার শট জাপানিজ ডিফেন্ডার হিরোকি সাকাইয়ের গায়ে লেগে জালে জড়ায়।
৮১তম মিনিটে পিএসজির জয় নিশ্চিত করা গোলটি দারুণ পাসিং ফুটবলের ফল। মার্কো ভেরাত্তির বাড়ানো বল ড্রাক্সলার হেডে দেন অরক্ষিত কাভানিকে। আর দারুণ হাফ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ছন্দে থাকা উরুগুয়ের স্ট্রাইকার।
আগামী ৬ মার্চ নিজেদের মাঠেই ইউরোপ সেরা প্রতিযোগিতায় শেষ ষোলোর ফিরতি লেগে রিয়ালের মুখোমুখি হবে পিএসজি।