মুক্তিযোদ্ধাকে এবার কষ্টে হারাল শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2017 07:09 PM BdST Updated: 15 Nov 2017 08:16 PM BdST
প্রথম পর্বের মতো মুক্তিযোদ্ধাকে অনায়াসে হারাতে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে ১-০ গোলে জিতেছে শফিকুল ইসলাম মানিকের দল।
প্রথম পর্বে ৩-০ ব্যবধানে জিতেছিল শেখ রাসেল। এ নিয়ে মুক্তিযোদ্ধার বিপক্ষে টানা তিন জয় পেলো ২০১২-১৩ মৌসুমে ঘরোয়া ফুটবলে ত্রি-মুকুট জেতা দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধে দুই দলই বলের নিয়ন্ত্রণে ছিল মনোযোগী। কিন্তু আক্রমণে ধার ছিল না কারো। ৪১তম মিনিটে বলার মতো একমাত্র সুযোগটি পায় মুক্তিযোদ্ধা। কিন্তু মনির আলমের বাড়ানো বল ডি বক্সের মধ্যে পেয়েও তা কাজে লাগাতে পারেননি ক্যামেরুনের ফরোয়ার্ড লিওনেল উইলিয়াম মেকং।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের জন্য মুক্তিযোদ্ধার রক্ষণে চাপ দিতে থাকে শেখ রাসেল। ৫৩তম মিনিটে সুযোগ পেয়েও যায় তারা। কিন্তু মোনায়েম খান রাজুর বাড়ানো বল গোলরক্ষক বরাবর মেরে নষ্ট করেন মিশরের ফরোয়ার্ড জাকি সারহান।
৬৯তম কাঙ্ক্ষিত গোল পায় শেখ রাসেল। কর্নার থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে রাজুর লবে উত্তম কুমার বণিকের হেডে পরাস্ত গোলরক্ষক উত্তম বড়ুয়া। এ গোলে লিগে পঞ্চম জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পায় মুক্তিযোদ্ধা। কিন্তু ৮১তম মিনিটে ডি বক্সের মধ্যে সুযোগ পেয়েও সৈকত মাহমুদ লক্ষ্যভেদে ব্যর্থ হলে নবম হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে শেখ রাসেল। ৭ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে ১২ দলের মধ্যে মুক্তিযোদ্ধা ১১তম স্থানে।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম