মুক্তিযোদ্ধাকে এবার কষ্টে হারাল শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2017 07:09 PM BdST Updated: 15 Nov 2017 08:16 PM BdST
প্রথম পর্বের মতো মুক্তিযোদ্ধাকে অনায়াসে হারাতে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে ১-০ গোলে জিতেছে শফিকুল ইসলাম মানিকের দল।
প্রথম পর্বে ৩-০ ব্যবধানে জিতেছিল শেখ রাসেল। এ নিয়ে মুক্তিযোদ্ধার বিপক্ষে টানা তিন জয় পেলো ২০১২-১৩ মৌসুমে ঘরোয়া ফুটবলে ত্রি-মুকুট জেতা দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধে দুই দলই বলের নিয়ন্ত্রণে ছিল মনোযোগী। কিন্তু আক্রমণে ধার ছিল না কারো। ৪১তম মিনিটে বলার মতো একমাত্র সুযোগটি পায় মুক্তিযোদ্ধা। কিন্তু মনির আলমের বাড়ানো বল ডি বক্সের মধ্যে পেয়েও তা কাজে লাগাতে পারেননি ক্যামেরুনের ফরোয়ার্ড লিওনেল উইলিয়াম মেকং।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের জন্য মুক্তিযোদ্ধার রক্ষণে চাপ দিতে থাকে শেখ রাসেল। ৫৩তম মিনিটে সুযোগ পেয়েও যায় তারা। কিন্তু মোনায়েম খান রাজুর বাড়ানো বল গোলরক্ষক বরাবর মেরে নষ্ট করেন মিশরের ফরোয়ার্ড জাকি সারহান।
৬৯তম কাঙ্ক্ষিত গোল পায় শেখ রাসেল। কর্নার থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে রাজুর লবে উত্তম কুমার বণিকের হেডে পরাস্ত গোলরক্ষক উত্তম বড়ুয়া। এ গোলে লিগে পঞ্চম জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পায় মুক্তিযোদ্ধা। কিন্তু ৮১তম মিনিটে ডি বক্সের মধ্যে সুযোগ পেয়েও সৈকত মাহমুদ লক্ষ্যভেদে ব্যর্থ হলে নবম হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে শেখ রাসেল। ৭ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে ১২ দলের মধ্যে মুক্তিযোদ্ধা ১১তম স্থানে।
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
মেজর লিগ সকারের দলে ‘যোগ দিচ্ছেন’ বেল
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল