ইউরোপের সফলতম ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি স্ট্রাইকার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪১তম মিনিটে এগিয়ে যায় টিম বিজেএমসি। জোরালো শটে লক্ষ্যভেদ করেন আল মামুন।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে সমতায় ফেরে ব্রাদার্স ইউনিয়ন। ৭৭তম মিনিটে এনামুল হকের কর্নারে আশরাফুল করিম হেড করার পর সিও জুনাপিও হেড করলে বল ঠিকানা খুঁজে পায়।
১২ ম্যাচে চতুর্থ ড্র করা বিজেএমসির পয়েন্ট ১৬; ব্রাদার্সের পয়েন্ট ৭।
মঙ্গলবার প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারানো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী।