আবাহনীকে হারিয়ে মধুর প্রতিশোধ সাইফ স্পোর্টিংয়ের
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2017 06:49 PM BdST Updated: 13 Nov 2017 06:49 PM BdST
ইস্ট বেঙ্গল থেকে ফেরা ওয়েডসেন আনসেলমে দলকে এগিয়ে নিলেন। ব্যবধান দ্বিগুণ করলেন ইংলিশ ফরোয়ার্ড চার্লস এডওয়ার্ড উইলিয়াম শেরিংহ্যাম। দুই বিদেশির গোলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিয়েছে সাইফ স্পোর্টিং।
দাপুটে ফুটবল খেলে শিরোপাধারী আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং। লিগের প্রথম পর্বে ৩-২ গোলে জিতেছিল আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ম্যাচের প্রথমার্ধে আবাহনীর খেলায় ছিল না চেনা ধার। পুরোটা সময় বলের নিয়ন্ত্রণে রেখে আক্রমণ শানাতে থাকে সাইফ স্পোর্টিং। ১৯তম মিনিটে জামাল ভূইয়ার কর্নারে ওয়েডসেন হেড ড্রপ খেয়ে বারের ওপর দিয়ে বেরিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি নবাগত দলটির।
৩২তম মিনিটে ডান দিক থেকে জুয়েল রানার বাড়ানো ক্রস সামাদ ইউসুফ হাত দিয়ে আটকালে পেনাল্টি পায় সাইফ স্পোর্টিং। জোরালো শটে দলকে এগিয়ে নেন ইস্ট বেঙ্গল থেকে সাইফে যোগ দেওয়া ওয়েডসেন।

৭৫তম মিনিটে আবাহনীর ম্যাচে ফেরা আরও কঠিন করে দেয় সাইফ স্পোর্টিং। জামালের কর্নারে ছুটে এসে হেড করে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড শেরিংহ্যাম। ৮২তম মিনিটে নাবীব নেওয়াজ জীবনের প্লেসিং শট ফিরিয়ে আবাহনীর হতাশা আরও বাড়ান গোলরক্ষক পাপ্পু হোসেন।
শেষ দিকে স্পট কিক থেকে সানডে চিজোবা আবাহনীকে ম্যাচে ফেরা গোল এনে দেন। ৮৯তম মিনিটে ডি-বক্সের ভেতরে সানডের কাছ থেকে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে আরিফুল ইসলাম হাতে বল লাগালে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
যোগ করা সময়ে রায়হান হাসানের লম্বা থ্রোয়ে সানডের হেড পোস্টে লেগে বাইরে গেলে সমতায় ফেরা গোলের নাগাল পাওয়া হয়নি আবাহনীর।
১২ ম্যাচে সপ্তম জয় পাওয়া সাইফ স্পোর্টিং ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। দ্বিতীয় হারের স্বাদ পাওয়া আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে