ইউরোপা লিগে মুখোমুখি বার্সা ও ইউনাইটেড

নকআউট রাউন্ড প্লে-অফে ইউভেন্তুসের প্রতিপক্ষ ফরাসি ক্লাব নঁত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2022, 12:35 PM
Updated : 7 Nov 2022, 12:35 PM

ইউরোপা লিগের নকআউট রাউন্ড প্লে-অফে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বার্সেলোনা। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়।

টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে নেমে আসে বার্সেলোনা। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ছয় ম্যাচে তারা জিততে পারে স্রেফ দুটি। তাদের পেছনে ফেলে ‘সি’ গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান।

আর ম্যানচেস্টার ইউনাইটেড ষষ্ঠ স্থানে থেকে ২০২১-২২ প্রিমিয়ার লিগ শেষ করায় এবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গাই পায়নি। ইউরোপা লিগে গ্রুপ পর্বে ছয় ম্যাচের পাঁচটি জেতে তারা। রিয়াল সোসিয়েদাদের সমান ১৫ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে ‘ই’ গ্রুপে রানার্সআপ হয় এরিক টেন হাগের দল। ফলে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিতে পারেনি তারা।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপের তৃতীয় হওয়া দলগুলো ও ইউরোপা লিগের আট গ্রুপের রানার্সআপ দলগুলো খেলবে এই প্লে-অফ রাউন্ডে।

জয়ীরা উঠবে শেষ ষোলোয়। সেখানে আছে আর্সেনালসহ ইউরোপা লিগের আট গ্রুপ চ্যাম্পিয়ন।

গতবার কোয়ার্টার-ফাইনালে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে বিদায় নিয়েছিল বার্সেলোনা।

প্লে-অফ রাউন্ডের প্রথম লেগ হবে ১৬ ফেব্রুয়ারি, আর ফিরতি লেগ ২৩ ফেব্রুয়ারি।

প্লে-অফ রাউন্ডে কে কার মুখোমুখি:

বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড

ইউভেন্তুস-নঁত

স্পোর্তিং লিসবন-মিতউইলান

শাখতার দোনেৎস্ক-রেন

আয়াক্স-ইউনিয়ন বার্লিন

বায়ার লেভারকুজেন-মোনাকো

সেভিয়া-পিএসভি আইন্দহোভেন

সালসবুর্ক-রোমা