স্প্যানিশ ফুটবল
লা লিগার রেফারিংয়ের মান উন্নত করার জন্য স্পেনে ইংলিশ রেফারি আনতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস, বললেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান।
Published : 29 Jan 2025, 08:48 PM
স্প্যানিশ রেফারিদের মান নিয়ে মাঝেমধ্যেই সমালোচনা করতে দেখা যায় রেয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুসান বললেন, লা লিগার রেফারিংয়ের মান উন্নত করার জন্য স্পেনে ইংলিশ রেফারি আনতে চাওয়ার ইচ্ছার কথা তাকে জানিয়েছিলেন পেরেস।
রেফারিদের কারণে তাদের অনেক শিরোপা হাতছাড়া হয়েছে বলেও নাকি অভিযোগ করেছিলেন রেয়াল সভাপতি।
স্প্যানিশ ভাষার টিভি অনুষ্ঠান এল চিরিংগিতোয় আলাপে লুসান বলেন, গত বছর স্প্যানিশ সুপার কাপের জন্য সৌদি আরবে থাকাকালীন তার সঙ্গে রেফারিং নিয়ে আলোচনা করেন পেরেস। তখন অবশ্য ফেডারেশনের সভাপতি পদে ছিলেন না লুসান। গত মাসে চার বছরের মেয়াদে এই দায়িত্ব পান তিনি।
“এক বছর আগে সৌদি আরবে তিনি (পেরেস) আমাকে একপাশে নিয়ে গিয়ে বলেছিলেন: ‘রেফারিদের এই বিষয়টি আপনাকে সমাধান করতে হবে, তারা আমাদের ক্ষতি করছে এবং রেফারিদের কারণে আমরা অনেক শিরোপা বঞ্চিত হয়েছি।’ আমি রেফারিদের কাজে বিশ্বাস করি।”
“ফ্লোরেন্তিনো একদিন আমাকে বললেন যে, তিনি ইংলিশ রেফারিদের নিয়ে আসবেন। আমি তাকে বললাম, ঠিক আছে, দেখা যাক আমরা কীভাবে এটা করতে পারি।”
স্পেনে ম্যাচের জন্য রেফারি ঠিক করার দায়িত্ব রেফারিদের টেকনিক্যাল কমিটির। এই কমিটি পরিচালনা করে আরএফইএফ। কমিটিতে আরএফইএফ ও লা লিগা, উভয়ের প্রতিনিধি আছে। নির্দিষ্ট ম্যাচের জন্য তারা ম্যাচ অফিসিয়ালদের নিয়োগ করেন।
রেফারিংয়ের মান উন্নত করার বিষয়ে পেরেস বেশ কয়েকবার তাকে বলেছেন বলে জানান আরএফইএফ প্রধান।
“ফ্লোরেন্তিনোর সঙ্গে আমার সম্পর্ক ভালো। তবে যা ঘটেছে, তা হলো ফ্লোরেন্তিনো স্পষ্টভাবে বলেছেন যে, রেফারিংয়ের কারণে তারা ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাই আমি তাকে বললাম, ‘দেখুন, আমি মাত্রই এসেছি, আমাদের গোড়া থেকে শুরু করতে হবে, আমরা কোনোভাবে একমত হওয়ার চেষ্টা করব।’ তিনি এই বিষয়ে অটল।”