চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে শুভসূচনা করল ইংলিশ ক্লাবটি।
Published : 18 Sep 2024, 03:05 AM
শুরুতে গোল হজমের পর যেন তেতে উঠল লিভারপুল। তাদের আগ্রাসী ফুটবলের সামনে দিশেহারা হয়ে পড়ল এসি মিলান। দারুণ এক জয়ে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করল আর্না স্লটের দল।
মিলানের সান সিরোয় মঙ্গলবার রাতে ৩-১ গোলে জিতেছে লিভারপুল।
ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে পিছিয়ে পড়ার পর ইব্রাহিমা কোনাতে ও ভার্জিল ফন ডাইকের হেডে প্রথমার্ধেই এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। বিরতির পর ব্যবধান বাড়ান দমিনিক সোবোসলাই।
প্রথমার্ধে মোহামেদ সালাহর দুটি প্রচেষ্টা ক্রসবারে লাগে।
নতুন কোচ স্লটের কোচিংয়ে এই মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচ জয়ের পর সবশেষটিতে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হেরে বসে লিভারপুল। সেই হতাশা পেছনে ফেলে ইউরোপ সেরার মঞ্চে শুরুটা দারুণ হলো তাদের।
ঘরের মাঠে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মিলান। মাঝমাঠ থেকে আলভারো মোরাতার বাড়ানো বল ধরে এগিয়ে বক্সে ঢুকে পড়েন পুলিসিক। তার বাম পাশে আড়াআড়ি ছিলেন প্রতিপক্ষের তিন খেলোয়াড়। তাদের সামনে দিয়েই ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন চেলসির সাবেক ফরোয়ার্ড।
সপ্তদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় লিভারপুল। তবে ভাগ্য সহায় হয়নি তাদের। বক্সের ভেতর থেকে সালাহর কোনাকুনি শট ক্রসবার কাঁপিয়ে ফেরে।
২৩তম মিনিটে সমতার স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে। বক্সের বাইরে বাম দিক থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রসে অনেকটা লাফিয়ে হেডে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার কোনাতে।
৮৫৫ দিন পর লিভারপুলের জার্সিতে গোলের দেখা পেলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল হলো ৩টি, সবগুলোই হেডে।
৩০তম মিনিটে এগিয়েও যেতে পারত লিভারপুল। প্রথম দফায় কোডি হাকপোর নিচু শট ঠেকান মিলানের গোলরক্ষক মাইক মিয়াঁ। ফিরতি বলে সালাহর আরেকটি শট ক্রসবারে লাগে।
৪১তম মিনিটে ঠিকই এগিয়ে যায় সফরকারীরা। সালাহর নিচু শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মিয়াঁ। সেই কর্নারে হেডে গোলটি করেন ডাচ ডিফেন্ডার ফন ডাইক।
চ্যাম্পিয়ন্স লিগে ফন ডাইকেরও গোল হলো ৩টি, ৫০ ম্যাচে।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়তে পারতো। ডাচ ফরোয়ার্ড হাকপোর জোরাল শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন মিয়াঁ। দ্বিতীয়ার্ধের শুরুতে দিয়োগো জটার শটও দারুণ নৈপুণ্যে ঠেকান এই ফরাসি গোলরক্ষক। এরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
৬৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে লিভারপুলকে জয়ের পথে এগিয়ে নেন সোবোসলাই। বাম দিক দিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন হাকপো, ছয় গজ বক্সের মুখ থেকে ভলিতে জাল খুঁজে নেন হাঙ্গেরির অধিনায়ক।
বাকি সময়ে একাধিক সুযোগ পায় দুই দলই। তবে কেউ আর গোলের দেখা পাননি। একেবারে শেষ সময়ে মিলানের রাফায়েল লেয়াওয়ের শট পোস্টে লাগে।
আরও পড়ুন: