আক্রমণভাগের সদস্য হিসেবে ভালো করার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও, অঁতোয়ান গ্রিজমানের মতে শিরোপা জিততে বড় ভূমিকা রাখতে হবে রক্ষণভাগের।
Published : 31 May 2024, 06:02 PM
অঁতোয়ান গ্রিজমানের মূল পরিচয় ফরোয়ার্ড। সামনের ইউরো চ্যাম্পিয়নশিপে তার কাছে গোলের চাওয়াই থাকবে ফ্রান্সের। তবে অভিজ্ঞ ফুটবলারের মতে, ট্রফি জিততে দলের রক্ষণভাগকে বড় ভূমিকা রাখতে হবে।
প্রায় দুই যুগ আগে সবশেষ ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এরপর ২০১৬ সালের আসরে খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাদের। পর্তুগালের বিপক্ষে ফাইনালে ১০৯ মিনিটে গোল হজম করে ভেঙেছে তাদের শিরোপার স্বপ্ন।
এরপর গত ইউরোতে শেষ ষোলোয় টাইব্রেকারে থামে টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়নদের যাত্রা। সুইজারল্যান্ডের বিপক্ষে মূল ম্যাচে ৩-৩ গোলে ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে হেরে যায় তারা।
সবশেষ দুই আসর থেকে শিক্ষা নিয়ে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এবার রক্ষণে বাড়তি জোর দেওয়ার কথা বলেন গ্রিজমান।
“(২০১৬ সালে) আমরা খুব কাছে ছিলাম। সবশেষ ইউরোতেও প্রায় একই ঘটনা, পেনাল্টিতে আমরা হেরে গেলাম।”
“আমার তীব্র আকাঙ্ক্ষা ও ভালো করার তাগিদ আছে। তবে মাঠে সেটা প্রমাণ করতে হবে। আমার মতে, মূল বিষয় হবে রক্ষণ, সেটা সবসময় যতোই একঘেয়ে হোক না কেন। একটি মজবুত দল, চ্যালেঞ্জের সময় শক্ত থাকা এবং রক্ষণের দিক থেকে খুব ভালো হতে হবে।”
জার্মানিতে আগামী ১৪ জুন শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। ডি গ্রুপে ফ্রান্সের প্রথম ম্যাচ ১৭ জুন, অস্ট্রিয়ার বিপক্ষে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও নেদারল্যান্ডস।
ইউরোর লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী ৫ জুন লুক্সেমবার্গ ও ৯ জুন তাদের প্রতিপক্ষ কানাডা।