‘অনেকেই অধিনায়ক হিসেবে রোহিতকে মূল্যায়ন করেন নাম কিন্তু সে দুর্দান্ত অধিনায়ক’ বললেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান শেবাগ।
Published : 12 Mar 2025, 11:06 AM
সবকিছুর ওপরে দলকে রাখার কথা বলে থকেন সবাই। কিন্তু করে দেখাতে পারেন কজন? রোহিত শার্মাকে সেই ছোট্ট দলেই দেখেন ভিরেন্দার শেবাগ, যারা সবসময় নিজের চেয়ে বেশি প্রাধান্য দেন দলকে ও সতীর্থদের। টানা দুটি আইসিসি আসরজয়ী ভারতীয় অধিনায়ককে তাই দুর্দান্ত এক নেতা মনে করেন ভারতের সাবেক ব্যাটসম্যান।
এমনিতে রোহিতের ক্যারিয়ারের অনেকটা সময় ধরে তাকে সহজাত অধিনায়ক মনে করেননি অনেকেই। তবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অসাধারণ সাফল্যে নিজেকে অধিনায়ক হিসেবে আলাদা করে চেনান তিনি। পরে জাতীয় দলেও ভারপ্রাপ্ত দায়িত্বে ২০১৮ সালে নিদাহাস ট্রফি ও এশিয়া কাপ জয়ের মতো সাফল্য আসে তার নেতৃত্বে। তার পরও যখন তাকে ভারতের স্থায়ী ও দীর্ঘমেয়াদি অধিনায়ক করা হয়, সংশয়বাদীদের সংখ্যাটা কম ছিল না।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে খেলে সেমি-ফাইনাল থেকে বাদ পড়ে যায় ভারত। পরের বছর দেশর মাঠে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালের আগ পর্যন্ত রোহিতের ভারতে ছিল অপ্রতিরোধ্য। তার নেতৃত্বও নজর কাড়ে অনেকের। কিন্তু দল ট্রফি না জিতলে এসব ব্যাপার তো আড়ালেই পড়ে থাকে!
সেই আক্ষেপের দিন পেছনে ফেলে ৯ মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত।
অধিনায়ক হিসেবে তার এই বড় সাফল্য, মাঠের ভেতরে-বাইরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিখুঁতভাবে নেওয়ার জন্য রোহিতের প্রশংসা করলেন শেবাগ।
“আমরা তার অধিনায়কত্বকে অবমূল্যায়ন করি অনেক সময়ই। অথচ এই দুটি ট্রফি জিতে এমএস ধোনির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে দুটি আইসিসি ট্রফি জিতে নিল সে।”
“যেভাবে সে বোলারদের ব্যবহার করেছে, যেভাবে দল সামলেছে, দলকে যেভাবে পরিচালনা করেছে এবং যে কোনো ধরনের বার্তাই সে দলকে দিতে চায়, সবকিছুতেই সে খুবই স্বচ্ছ। আর্শদিপ সিংকে না খেলিয়ে হার্শিত রানাকে খেলানো, পরে তার বদলে ভারুন চক্রবর্তিকে খেলানো, সবকিছুতেই ক্রিকেটারদের সঙ্গে তার যোগাযোগ ছিল দারুণ। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এজন্যই সে অনেকের চেয়ে ভালো অধিনায়ক।”
গত দেড় বছরে সীমিত ওভারের ক্রিকেটে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে ভারত, সেখানে অধিনায়ক নিজেই নেতৃদ্ব দিচ্ছেন সামনে থেকে। নিজেকে ভেঙে নদুনভাবে গড়েছেন তিনি, সহজাত ঘরানার সঙ্গে আপোস করে দলের চাওয়াকে প্রাধান্য দিয়েছেন নিজের ব্যাটে।
শেবাগের মতে, এরকম আরও অনেক কিছুতেই নিঃস্বার্থভাবে নিজেকে উপস্থাপন করে দলের আস্থা অর্জন করে নিয়েছেন রোহিত।
“সে নিজের কথা খুব কম ভাবে, নিজের চেয়ে বেশি ভাবে দলের কথা, সতীর্থদের কথা। এভাবেই সে দলে সবাইকে ভরসা জোগায়। সে উপলব্ধি করতে পারে, কোনো ক্রিকেটার (দলে জায়গা নিয়ে) নিরাপত্তাহীনতায় ভুগলে পারফরম্যান্স বেরিয়ে আসবে না। এজন্যই দলে কাউকে অনিশ্চিত অনুভব করতে দেয় না সে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে পছন্দ করে সে।”
“ভালো অধিনায়ক ও ভালো নেতারা এমনই করে থাকেন। এই কারণেই রোহিত দুর্দান্ত অধিনায়ক।”