বাঁ পায়ের চোটে ভুগছেন রেয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
Published : 09 May 2024, 07:43 PM
বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার আনন্দের মাঝে দুঃসংবাদও পেয়েছে রেয়াল মাদ্রিদ। চোটে পড়েছেন দলটির মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচে তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
ইউরোপ সেরার মঞ্চে বুধবার সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের গল্প লিখে বায়ার্নকে ২-১ গোলে হারায় রেয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় ফাইনালে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়ালের শুরুর একাদশে ছিলেন চুয়ামেনি। ২৪ বছর বয়সী এই ফরাসি ফুটবলারকে ৭০তম মিনিটে তুলে নেন কোচ আনচেলত্তি। তখন অবশ্য চোটের কোনো লক্ষণ দেখা যায়নি।
পরে বৃহস্পতিবার এক বিবৃতিতে রেয়াল জানায়, চুয়ামেনি বাঁ পায়ের চোটে ভুগছেন। কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, কিছুই জানায়নি ইউরোপের সফলতম ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে চুয়ামেনিকে। ফলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার খেলা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রেয়াল।