ফরাসি ফুটবল
তবে এই দুই ডিফেন্ডারের ছন্দে ফিরতে বেশ সময় লাগবে বলে মনে করেন পিএসজি কোচ লুইস এনরিকে।
Published : 05 Dec 2024, 10:29 PM
চোটের ছোবলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে পিএসজির স্কোয়াডে ফিরতে পারলেন লুকা এরনঁদেজ ও প্রেসনেল কিম্পেম্বে। তবে ছন্দে ফিরতে এই দুই জনেরই বেশ সময় লাগবে বলে মনে করেন দলটির কোচ লুইস এনরিকে।
গত বছরের ফেব্রুয়ারিতে অ্যাকিলিস টেন্ডনে চোট পেয়ে ছিটকে যান কিম্পেম্বে। আর গত চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর মে মাসে এরনঁদেজের অস্ত্রোপচার করা হয়।
সেই থেকে দলের বাইরে ছিলেন দুই ফরাসি ডিফেন্ডার। লিগ আঁতে শুক্রবার অক্সেরের মাঠে খেলবে পিএসজি। আগের দিন এই দুই অভিজ্ঞ সেন্টার-ব্যাকের স্কোয়াডে ফেরার কথা জানালেন এনরিকে।
“এই দুই খেলোয়াড় দলে ফিরছে। লুকা এরনঁদেজ ও প্রেসনেল কিম্পেম্বে দলে নতুন করে মানিয়ে নিয়েছে।”
“তবে তাদের ছন্দ ফিরে পেতে হবে। দলকে সাহায্য করতে যা করণীয়, সেই সঠিক প্রক্রিয়ায় আসতে তার অনুশীলনের ঘাটতি আছে। তাদের চোটের বিষয়টি এখন অতীত এবং তাদের দলে ফিরে আসাটা ভালো খবর।”
ঘরোয়া লিগের শিরোপা ধরে রাখার অভিযানে মৌসুমে শুরুটা দারুণ করেছে পিএসজি। ১৩ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্সেই।