ফুটবলার হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবেও টনি ক্রুস অসাধারণ, ঘরের মাঠে এই মিডফিল্ডারের বিদায়ী ম্যাচে বললেন রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।
Published : 26 May 2024, 12:02 PM
একটা জায়গায় শুরু আর শেষটা মিলে গেল দারুণভাবে। রেয়াল মাদ্রিদে টনি ক্রুসের শুরুটা ছিল কার্লো আনচেলত্তির কোচিংয়ে। এই ক্লাবে তাকে নিয়ে আসায় বড় ভূমিকাও ছিল আনচেলত্তির। ১০ বছর পর ক্রুস এই ক্লাব থেকে বিদায় বললেন তার কোচিংয়েই। ঘরের মাঠে শেষ ম্যাচটির পর কোচ ফিরে তাকালেন পেছনে। ফুটবলার হিসেবে তো বটেই, স্তুতিতে ভাসালেন তিনি ব্যক্তি ক্রুসকেও।
বায়ার্ন মিউনিখ থেকে ২০১৪ সালে ক্রুস ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাবেন বলে আলোচনা ছিল। তবে তখনকার কোচ ডেভিড ময়েস বরখাস্ত হওয়ার পর সেই সম্ভাবনাও ভেস্তে যায়। পরে তার বার্সেলোনায় যোগ দেওয়ার কথা উঠেছিল। কিন্তু ২০১৪ বিশ্বকাপের সময়টায় আনচেলত্তির সঙ্গে তার আলোচনা হয় এবং শেষ পর্যন্ত তার নতুন ঠিকানা হয় মাদ্রিদ।
আনচেলত্তিকে রেয়াল ছেড়ে চলে যেতে হয় পরের বছরই। নানা ক্লাব ঘুরে আবার তিনি ফেরেন রেয়ালে। টনি ক্রুস ততদিনে ক্লাবের গ্রেট হয়ে উঠেছেন। দলের অবিচ্ছেদ্য অংশ ও অনেক সাফল্যের নায়ক। তার বিদায়টাও সাফল্যমণ্ডিত। এবার লা লিগা জয়ে ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠায় তার ছিল বড় অবদান। এই মৌসুমেও তার খেলা দেখে মনে হয়েছে, এখনও পারফরম্যান্সের চূড়ায় আছেন তিনি।
ক্লাবের হয়ে ৪৬৪ ম্যাচ খেলেছেন তিনি। টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য সেই কীর্তির পাশাপাশি ট্রফি জিতেছেন এখানে ২২টি।
রেয়ালের গৌরবময় ইতিহাসে ক্রুসের যে আলাদা জায়গা থাকবে ওপরের দিকেই, তা ফুটে উঠল আনচেলত্তির কণ্ঠে। পাশাপাশি কোচ তুলে ধরলেন, মানুষ হিসেবেও ক্রুস কোন উচ্চতার।
“সে সর্বকালের সেরাদের একজন, অবশ্যই। খুবই উঁচুমানের মিডফিল্ডার, দারুণ মানসিকতার মানুষ, ইগো সামান্য, খুবই বিনয়ী এবং সবসময়ই দলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সে একদমই নিঃস্বার্থ ও পরার্থপর।”
“ক্রুস এই দলের হয়ে যা করেছে, এর চেয়ে বেশি কিছু করা বিরল ব্যাপার। কতটা সৌভাগ্য আমাদের, ১০ বছর ধরে আমরা তাকে পেয়েছি!”
ক্রুসের অবসরের সিদ্ধান্ত অনেকের মতো চমকে দিয়েছে আনচেলত্তিকেও। ৩৪ বছর বয়সেও তার খেলার ধার তো কমেনি। শীর্ষে থেকেই এমন বিদায় সাহসী সিদ্ধান্ত বলেই মনে করেন আনচেলত্তি।
“খুবই কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে সে (অবসরের)… কেউ এটা ভাবতেও পারেনি। তবে সে এভাবে বিদায় নিয়ে সে কঠিন মানসিকতার পরিচয় দিয়েছে, তা দারুণ।”
“অসাধারণ একজন ফুটবলার ও ফুটবল চরিত্রের বিদায় এটি। কত কত গ্রেট ফুটবলারই তো খেলাটাকে রাঙিয়েছেন। কিন্তু আবারও বলছি, আমাদের সৌভাগ্য যে আমরা তাকে এখানে ১০ বছর পেয়েছি।”
আনচেলত্তি নিজেও কোচ হিসেবে কিংবদন্তি এবং খেলাটার সর্বকালের সেরাদের একজন। তিনিও নিজেকে সৌভাগ্যবান মানছেন ক্রুসের মতো একজনকে কোচিং করাতে পেরে।
“একজন কিংবদন্তি, অনন্য এক ফুটবলার, দারুণ এক মাদ্রিদিস্তা… তোমাকে কোচিং করাতে পারা আমার জন্য সম্মানের। তোমার জন্য শুভ কামনা, টনি।”
লা লিগার ম্যাচ দিয়ে শনিবার ঘরের মাঠ থেকে বিদায় নিলেও রেয়ালের জার্সিতে তার শেষ ম্যাচটি হবে আগামী শনিবার, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ক্রুসকে তার পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দিয়ে বিদায় জানাতে চান আনচেলত্তি।
“আশা করি আগামী শনিবার আমরা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরতে পারব। একজন কিংবদন্তির জন্য দারুণ বিদায়ী আয়োজন হবে তা।”