ফিফা ক্লাব বিশ্বকাপ
একটু ভিন্ন কারণ দেখিয়ে, কোচ-খেলোয়াড়দের সঙ্গে সুর মিলিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।
Published : 16 Oct 2024, 06:28 AM
ঠাসা সূচি নিয়ে দিনকে দিন আরও প্রতিবাদমুখর হয়ে উঠছে ফুটবল অঙ্গনের মানুষ। এবার একটু ভিন্ন কারণ দেখিয়ে, কোচ-খেলোয়াড়দের সঙ্গে সুর মিলিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
নতুন আঙ্গিকে, বড় পরিসরে আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হওয়ার কথা নতুন এই ক্লাব বিশ্বকাপ। ছয় কনফেডারেশনের ৩২ দল নিয়ে প্রায় এক মাসব্যাপী টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ২০২৫ সালের ১৫ জুন।
চলতি মৌসুমে বাড়ানো হয়েছে উয়েফার শীর্ষ তিন ক্লাব প্রতিযোগিতার আকারও। সঙ্গে আগামী ক্লাব বিশ্বকাপ মিলিয়ে এবার সবচেয়ে দীর্ঘ মৌসুম দেখা যাবে।
অবশ্য বেশ আগে থেকেই ফুটবলারদের ওপর চাপ বাড়ছে। অনেক বেশি ম্যাচ খেলা এবং প্রয়োজনের তুলনায় কম বিশ্রাম পাওয়ার প্রভাব ইতোমধ্যে খেলোয়াড়দের শরীরে ফেলতে শুরু করেছে। প্রায় সব দলে চোটের সংখ্যা বাড়ছে। দিন শেষে, যা বিরূপ প্রভাব ফেলবে পারফরম্যান্সে।
এতে কোচ-খেলোয়াড়দের অনেকে সোচ্চার হচ্ছেন। সম্প্রতি ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রি প্রয়োজনে ধর্মঘটে যাওয়ার হুমকি দেন। এর কিছুদিন পরই তিনি চোট পেয়ে পুরো মৌসুমের জন্য ছিটকে পড়েন।
ক্রমেই বাড়তে থাকা প্রতিবাদে এবার নতুন মাত্রা যোগ করলেন তেবাস। ব্রাসেলসে ‘ইউরোপিয়ান ইউনিয়নস অব ক্লাব’-এর সভায় তিনি ‘আর্থিক সমস্যার’ কথা ভেবেও ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
“ফিফা সভাপতি, আপনি জানেন যে, ক্লাব বিশ্বকাপের জন্য যে বাজেটের কথা আপনি বলেছিলেন, সেজন্য প্রয়োজনীয় অডিওভিজ্যুয়াল স্বত্ব আপনি এখনও বিক্রি করতে পারেননি। ক্লাব বিশ্বকাপ আয়োজনে আপনার যে অর্থ দরকার, সেই স্পন্সরশিপ আপনি পাননি।”
“আপনি জানেন যে, ঘরোয়া লিগগুলো এবং খেলোয়াড়দের ফুটবল ইউনিয়ন এই ক্লাব বিশ্বকাপ চায় না। তাই, এখনই এই ক্লাব বিশ্বকাপ বাদ দিন।”
তেবাসের বিশ্বাস, আগামী বছর যদি নতুন এই টুর্নামেন্ট আয়োজন করতেই চায় ফিফা, তাহলে তা নিজ অর্থায়নে করতে হবে।
“ক্লাবগুলোকে আপনি যে অর্থের প্রতিশ্রুতি দিয়েছেন, তার ঘাটতি পূরণে আপনি যদি ফিফার তহবিল ব্যবহার করতে চান, তাহলে আপনি ওইসব ফেডারেশন ও জায়গা থেকে নেবেন, যা কিছু তাদের সাহায্যেই ছিল বলে এতদিন বলেছে ফিফা। আমরা ১৫০ কোটিরও বেশি ইউরোর কথা বলছি, যা ফিফার তহবিল থেকে তুলতে হবে।”
পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো ও ইউরোপের লিগ পরিচালনা সংস্থা ইউরোপিয়ান লিগস ইতোমধ্যে ‘ব্যস্ত সূচির’ জন্য ফিফার বিরুদ্ধে অনাস্থা এনে ব্রাসেলসের ইউরোপিয়ান কমিশনে অভিযোগ দায়ের করেছে।