স্প্যানিশ ফুটবল
লাস পালমাসের বিপক্ষে আক্রমণে আধিপত্য করেও হারের তেতো স্বাদ পাওয়ার পর রক্ষণ নিয়ে দুর্ভাবনার কথা বললেন হান্সি ফ্লিক।
Published : 30 Nov 2024, 11:08 PM
একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে বার্সেলোনা। কিন্তু খেলার ধারার বিপরীতে দুই গোল হজম করে শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় তারা। শক্তিতে অনেক পিছিয়ে থাকা লাস পালমাসের বিপক্ষে এমন অভিজ্ঞতার পর রক্ষণ নিয়ে দুর্ভাবনার কথা বললেন হান্সি ফ্লিক। কাতালান ক্লাবটির কোচের মতে, দল হিসেবে ভালোভাবে রক্ষণ সামলানোয় মনোযোগ দিতে হবে তাদের।
লা লিগায় শনিবার নিজেদের মাঠে পালমাসের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা।
১৯৭১ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম ঘরের মাঠে লিগ ম্যাচে পালমাসের বিপক্ষে হারল তারা। চলতি আসরে এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইল ফ্লিকের দল।
ম্যাচজুড়ে কতটা আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা, তা ফুটে উঠছে পরিসংখ্যানে। ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় পজেশন ধরে রেখে গোলের জন্য মোট ২৭টি শট নেয় তারা, এর ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে ৫ শটের ৩টি লক্ষ্যে রেখেই বাজিমাত করে পালমাস।
আক্রমণের ঝড় তুললেও প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো দ্বিতীয়ার্ধে তাদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় পালমাস। রাফিনিয়ার চমৎকার গোলে সমতায় ফিরলেও কিছুক্ষণ পর ফাবিও সিলভার গোলে ফের পিছিয়ে পড়ে তারা। সেই ব্যবধান আর ঘোচাতে পারেনি দলটি।
ম্যাচ শেষে হতাশ ফ্লিক রক্ষণ সামলানোয় আরও উন্নতি করার তাগিদ দিলেন দলকে।
“আমার মনে হয়, যখন আমরা গোল করতে পারি না, তখন দল কিছুটা ভোগে এবং এই জায়গায় আমাদের পরিবর্তন দরকার।”
“আমরা যদি গোল নাও করতে পারি, তাহলেও হয়তো আমাদের পক্ষে ক্লিন শিট রাখা সম্ভব। তাই দল হিসেবে আমাদের আরও ভালোভাবে রক্ষণ সামলাতে হবে, শুধু শেষ চার জন বা রক্ষণভাগের খেলোয়াড়রা নয়, গোটা দলকেই এগিয়ে আসতে হবে। এখানে আমরা আরও ভালো করতে পারি।”
১৫ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। দুই ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।