এশিয়ান কাপ বাছাই
ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রথম দিনের অনুশীলনে ৩ পয়েন্ট পাওয়ার আশাবাদ জানালেন জামাল ভূঁইয়া।
Published : 01 Mar 2025, 06:54 PM
ভারত বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ সামনে রেখে প্রস্তুতিতে শুরু করেছে বাংলাদেশ। প্রস্তুতির এই পর্বে অবশ্য দলের সঙ্গে নেই হামজা চৌধুরী। তবে স্বশরীরে না থাকলেও শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা এই মিডফিল্ডার আছেন আলোচনায়। প্রথম দিনের অনুশীলনে আবারও হামজাকে নিয়ে কথা বললেন জামাল ভূঁইয়া। তার বিশ্বাস, হামজা যোগ হলে দল হয়ে উঠবে আরও বেশি আত্মবিশ্বাসী।
৩০ জনের প্রাথমিক দলে আছেন ফাহামেদুল ইসলাম। বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার প্রথম দিনের প্রস্তুতিতে নেমে ইতালির সেরি ডি-তে খেলা এই ফরোয়ার্ড সম্পর্কে অবশ্য জানাশোনা নেই বলেও অকপটে জানালেন জামাল।
“আমি মনে করি, এই দলে হামজা সেরা ফুটবলার এবং সম্ভবত এই সাউথ এশিয়াতেও সেরা খেলোয়াড়। হামজা এলে সেটা দলের জন্য সেরা বুস্ট আপ হবে।”
“ফাহামেদুলকে আগে দলের সাথে মানিয়ে নিতে হবে। আমি আসলেই উনাকে চিনি না, উনার সম্পর্কে তথ্য দিতে পারব না। কোচ তাকে বাছাই করেছেন, অবশ্যই তিনি ভালো খেলোয়াড়। তাকে আগে আমাদের সাথে মানিয়ে নিতে হবে, তারপর আমরা দেখব কি হয়।”
বর্তমান দলে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার আছেন জামাল, তারেক কাজী। এবার যোগ হয়েছেন, হামজা ও ফাহামেদুল। লাল-সবুজের জার্সিতে প্রবাসীদের খেলার আগ্রহ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন জামাল।
“প্রবাসী খেলোয়াড়দের আসা একটা ইতিবাচক দিক। বিদেশ থেকে অনেক খেলোয়াড় আসছে, যারা বাংলাদেশের হয়ে খেলতে চায়, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চায়, এটা ইতিবাচক দিক। আমি মনে করি আরও বেশি এলে ভালো। কারণ, অন্যান্য দেশ একই কাজ করছে। যদি দেখেন ফরাসি দলের দিকে, ওরা কিন্তু অনেক বিদেশিদের নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে।”
প্রাথমিক দলে আল আমিনের মতো তরুণ আছেন কয়েকজন। অভিজ্ঞ ও নতুনদের মিলিয়ে গড়া দলকে সামনে পথচলায় ভালো কিছু পেতে হলে, বিশেষ করে সেট পিস থেকে গোল হজম করে হার এড়াতে হলে এই দিক নিয়ে বাড়তি কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করছেন জামাল।
“এই দলে এবার অনেক তরুণ ফুটবলার আছে, সিনিয়র আছে, অধিকাংশ আমরা ৮-১০ জন একসাথে খেলেছি তিন বছর ধরে বাকিরা নতুন। আপনারা যদি গত তিন বছরে আমাদের ম্যাচগুলো দেখেন, দেখবেন আমরা সব থেকে বেশি গোল খাচ্ছি কোন দিকে, সেটা সেট-পিস থেকে, এটা নিয়ে তো কাজ করতে হবে। এই জায়গাটায় আমাদের আরও অনেক উন্নতি করতে হবে, র্যাঙ্কিংয়েও উন্নতি করতে হবে, আমার মনে হয়, এ বছর আমাদের ভালো সুযোগ আছে।”
ভারতে গিয়ে সবশেষ বাংলাদেশ ম্যাচ খেলেছিল ২০১৯ সালে। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে সল্টলেকে জয়ের পথে থাকা দল শেষ দিকে গোল হজম করে ড্র করেছিল। এরপর ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগের দেখায় তাদের সাথে একই স্কোরলাইনে ড্র করেছিল দল। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচে জামাল জয় পেতে উন্মুখ।
“অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি, তাহলে আমি মনে করি, ভারতের সাথে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে, আমরা প্রত্যাশা করি, একটা ইতিবাচক ফল। অবশ্যই আমরা তিন পয়েন্ট নিতে চাই।”
“সবাই ভারতের বিপক্ষে ম্যাচ চায়, এই ম্যাচ খেলতে চায়। আমি মনে করি, যারা এই দলে নাই, তারাও এই ম্যাচ খেলতে চায়। (ভারতে গিয়ে) আমরা সবশেষ ম্যাচ ভারতের বিপক্ষে খেলছি ২০১৯ সালে, আমি সেই একই খেলা চাই, কিন্তু এবার তিন পয়েন্ট নিতে চাই।”