পেশাদার ক্যারিয়ারে পর্তুগিজ মহাতারকার এখন গোল সংখ্যা ৯২৪টি।
Published : 08 Feb 2025, 03:26 PM
তিন দিন আগে ৪০ বছর পূর্ণ হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। তবে বয়সের ছাপ একদমই পড়ছে না তার মাঠের পারফরম্যান্সে। জন্মদিনের পর প্রথম ম্যাচ খেলতে নেমে জালের দেখা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা।
সৌদি প্রো লিগে শুক্রবার আল ফায়হাকে ৩-০ গোলে হারায় আল নাস্র। ম্যাচটিতে দলের তৃতীয় গোলটি করেন রোনালদো।
জানুয়ারির দলবদলে অ্যাস্টন ভিলা থেকে আল নাস্রে পাড়ি জমান কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরান। সৌদি ক্লাবে অভিষেক ম্যাচে আলো ছড়ান ২১ বছর বয়সী এই ফুটবলার। আল ফায়হার বিপক্ষে জোড়া গোল করেন তিনি।
ম্যাচের ২২তম মিনিটে ছয় গজ বক্স থেকে জাল খুঁজে নেন দুরান। পরে দ্বিতীয়ার্ধে ৭২তম মিনিটে সাদিও মানের ক্রস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। এর দুই মিনিট পর স্কোরকার্ডে নিজের নাম লেখান রোনালদোও।
জীবনের পথচলায় গত বুধবার ৪০ বছর পূর্ণ করেন রোনালদো। জন্মদিনের দুই দিন আগেও জোড়া গোল করেন তিনি, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের (এসিএল) ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের বিপক্ষে।
ফুটবল মাঠে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা তারকার ক্যারিয়ার গোল হলো মোট ৯২৪টি। হাজার গোলের স্বপ্ন পূরণের পথে দারুণভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি। নতুন বছরে তার গোল হয়ে গেল আটটি। সবশেষ ১২ ম্যাচে গোল করেছেন ১৬টি।
৪০ বছরের পূরণের পর নিজের প্রথম গোল ও জয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ছবি দিয়ে রোনালদো লেখেন, “৪০ এর পর প্রথম গোল ও জয়।”
পেশাদার ক্যারিয়ারে এনিয়ে ৭০১টি ম্যাচ জিতলেন রোনালদো। এই তালিকায় তার ধারেকাছে নেই কেউ।
এই জয়ে সৌদি প্রো লিগে তিনে উঠে এসেছে আল নাস্র। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪১। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আল ইত্তিহাদ। ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।