চ্যাম্পিয়ন্স লিগ
সব বাধা পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার প্রত্যয় বরুশিয়া ডর্টমুন্ড কোচ এদিন তেরজিচের।
Published : 06 May 2024, 11:32 PM
প্রথম লেগে জয়ের ব্যবধান স্রেফ এক গোলের। ফিরতি লেগে খেলা প্রতিপক্ষের মাঠে। কাজটা তাই খুব কঠিন হবে বলে মনে করছেন বরুশিয়া ডর্টমুন্ড কোচ এদিন তেরজিচ। তার মতে, এবার অন্য এক পিএসজির মুখোমুখি হতে হবে তাদের। তবে এজন্য তারা প্রস্তুত বলেই জানিয়ে রাখলেন তেরজিচ।
চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে ঘরের মাঠে পিএসজিকে ১-০ গোলে হারায় ডর্টমুন্ড। মঙ্গলবার ফিরতি লেগ হবে প্যারিসে।
প্রথম লেগের হারে তেতে থাকার কথা পিএসজির। এবার নিজেদের মাঠে খেলার বাড়তি সুবিধাও থাকছে তাদের। সোমবার সংবাদ সম্মেলনে তেরজিচ বললেন, তাদের কাজটা সহজ না হলেও সব বাধা পেরিয়েই ফাইনালের টিকেট কাটতে চান তারা।
“আমরা আগেই বলেছি, প্রথম লেগের মতো পারফরম্যান্স দিয়ে ফাইনালে উঠতে পারব না। আগামীকাল আমরা পুরোপুরি ভিন্ন এক প্রতিপক্ষের মুখোমুখি হব।”
“ভালো পরিকল্পনা, ভালো ধারণা নিয়ে আগামীকাল আমাদের একসঙ্গে সবকিছু করতে হবে। পিএসজি অবশ্যই গত সপ্তাহের চেয়ে আরও ভালো খেলবে। আমরা এই ফাইনালের টিকেট অর্জন করতে চাই। আগামীকাল আমরা একসঙ্গে তা করব।”
পিএসজির মাঠে ২-০ গোলে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু করেছিল ডর্টমুন্ড। গ্রুপ পর্বে ফিরতি দেখায় ঘরের মাঠে ফরাসি চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দেয় তারা। একই মাঠে নকআউট পর্বের দেখায় তো জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মান দলটি। এই দুই ম্যাচ থেকে প্রেরণা খুঁজে নিচ্ছেন তেরজিচ।
“তখন (গ্রুপ পর্বে) আসলে নিজেদের সেভাবে খুঁজে পাইনি আমরা। অনেক ক্ষেত্রে আমাদের সাহসের অভাব ছিল। ডর্টমুন্ডে দুটি ম্যাচে আমরা দেখিয়েছি যে, পিএসজির বিপক্ষে আমরা পুরোপুরি ভিন্নভাবে পারফর্ম করতে পারি।”
ডর্টমুন্ডের জন্য বড় হুমকি হতে পারেন কিলিয়ান এমবাপে। পিএসজি ফরোয়ার্ড প্রথম লেগে প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও বিরতির পর বেশ ভালো খেলেন। বিশ্বকাপ জয়ী তারকাকে আটকে রাখতে হলে দলের সবাইকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন ডর্টমুন্ডের অভিজ্ঞ জার্মান ডিফেন্ডার মাটস হুমেলস।
“শুধু দল হিসেবেই তাকে আটকে রাখা যেতে পারে। তার গতি অতুলনীয়, তাকে একা সামলানো যাবে না। তবে সে পুরো দলের একটি অংশ মাত্র, আরও অনেককে নিয়েই সতর্ক থাকতে হবে।”