২০২৪ পর্যন্ত সেভিয়ার ডাগআউটে মেন্দিলিবার

এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে অভিজ্ঞ এই কোচের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2023, 03:19 PM
Updated : 6 June 2023, 03:19 PM

সেভিয়াকে ইউরোপা লিগ জিতিয়ে চুক্তির মেয়াদ বাড়ালেন হোসে লুইস মেন্দিলিবার। ২০২৪ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন অভিজ্ঞ এই কোচ।

লা লিগায় ক্লাবের টানা বাজে পারফরম্যান্সের কারণে গত মার্চে হোর্হে সাম্পালিওকে সরিয়ে মেন্দিলিবারকে দায়িত্ব দেয় সেভিয়া। চুক্তি ছিল এই মৌসুমের শেষ পর্যন্ত।

লিগ টেবিলের অবস্থানে অবশ্য আহামরি কিছু করতে পারেননি মেন্দিলিবার। আসর শেষ করে ১২তম হয়ে। তবে 'নিজেদের' প্রতিযোগিতা বানিয়ে ফেলা ইউরোপা লিগে দাপট দেখায় সেভিয়া। ফাইনালে রোমাকে টাইব্রেকারে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো প্রতিযোগিতাটিকে চ্যাম্পিয়ন হয় দলটি।

ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে মঙ্গলবার ৬২ বছর বয়সী মেন্দিলিবারের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি জানায় সেভিয়া।

৩০ বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন মেন্দিলিবার। টানা কোনো এক ক্লাবের ডাগআউটে তিনি সবচেয়ে বেশি দিন ছিলেন এইবারে; দ্বিতীয় মেয়াদে স্প্যানিশ ক্লাবটিতে ছিলেন ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত।