ইউরোপিয়ান ফুটবল
স্প্যানিশ ক্লাব রেয়াল সোসিয়েদাদ ছেড়ে আর্সেনালে যোগ দিলেন মিকেল মেরিনো।
Published : 27 Aug 2024, 11:10 PM
রেয়াল সোসিয়েদাদের সঙ্গে সম্পর্কের ইতি টেনে ইংল্যান্ডে পাড়ি জমালেন মিকেল মেরিনো। চার বছরের চুক্তিতে লন্ডনের ক্লাব আর্সেনালে নাম লেখালেন স্প্যানিশ মিডফিল্ডার।
আনুষ্ঠানিক বিবৃতিতে মঙ্গলবার মেরিনোকে দলে নেওয়ার ঘোষণা দেয় আর্সেনাল।
বিবিসির খবর, মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগও রাখা হয়েছে চুক্তিতে। মেরিনোকে পেতে আর্সেনালের প্রাথমিক খরচ ২ কোটি ৭৪ লাখ পাউন্ড। সঙ্গে আরও ৪২ লাখ পাউন্ড দিতে হবে তাদের।
২০১৮ সালে সোসিয়েদাদে নাম লেখানো মেরিনো স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলেছেন ২৪২ ম্যাচ। ২৭ গোলের পাশাপাশি ৩০টি অ্যাসিস্ট করেছেন তিনি।
স্পেনের হয়ে এখন পর্যন্ত ৬৭ ম্যাচ খেলে তার গোল ৮টি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গোলটি তিনি করেন সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপে। জার্মানির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে অতিরিক্ত সময়ে তার গোলে সেরা চারে ওঠা স্পেন পরে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।