বার্সেলোনার সামনের বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না স্প্যানিশ উইঙ্গার।
Published : 28 Mar 2025, 08:11 PM
আতলেতিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলা হবে না দানি ওলমোর। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার।
কাতালান ক্লাবটি শুক্রবার সংবাদ বিবৃতিতে ওলমোর চোটের সবশেষ অবস্থা জানিয়েছে।
ঘরের মাঠে বৃহস্পতিবার ওসাসুনাকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। ২১ মিনিটে পেনাল্টিতে দলের দ্বিতীয় গোলটি করেন ওলমো। কিন্তু মিনিট ছয়েক পর পায়ের চোটে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।
পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, অন্তত তিন সপ্তাহ লাগবে তার সুস্থ হতে। এই সময়ের মধ্যে লা লিগায় জিরোনা, রেয়াল বেতিস ও লেগানেসের বিপক্ষে ম্যাচ খেলা হবে না ওলমোর। এমনকি সেল্তা ভিগো ম্যাচেও বাইরে থাকতে হতে পারে তার।
এছাড়া কোপা দেল রে'র সেমি-ফাইনালে আতলেতিকোর বিপক্ষে দ্বিতীয় লেগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়ার বিপক্ষে দুই লেগের একটিতেও খেলতে পারবেন না ওলমো।