অটোরিকশা চালকসহ আহত চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
Published : 31 Mar 2025, 02:18 PM
গাজীপুর শহরের শিববাড়ি এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু নিহত হয়েছেন; আহত হয়েছেন চারজন।
সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. মেহেদী হাসান।
তিনি বলেন, অটোরিকশায় থাকা পাঁচ বছর বয়সি শিশু ও তার ফুফু ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন অটোরিকশা চালক ও তিন যাত্রী।
তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল।
শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি ও তার ফুফু মারা যান।
স্থানীয়রা আহত অটোরিকশা চালক ও অন্য যাত্রীদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সদর থানার ওসি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিহতদের মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে, বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।