ইংলিশ ফুটবল
Published : 22 Dec 2024, 04:40 PM
প্রথমার্ধের মাঝপথে যখন মাঠ ছাড়লেন বুকায়ো সাকা, তখনই মনে হচ্ছিল গুরুতর কিছু। পরে জানা গেল, হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে আর্সেনাল উইঙ্গারের। তার এই চোট নিয়ে বেশ চিন্তিত দলটির কোচ মিকেল আর্তেতা।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শনিবার প্রিমিয়ার লিগের লড়াইয়ে চোট পান সাকা। ৫-১ গোলে জেতা ম্যাচের ২৫তম মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন আর্তেতা। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ইংলিশ ফুটবলারকে দেখা যায় ক্রাচে ভর দিয়ে হাঁটতে।
প্রতিপক্ষের মাঠে বড় ব্যবধানে জিতলেও আর্সেনালের জন্য অস্বস্তি হয়ে এলো সাকার চোট। এবারের লিগে এখন পর্যন্ত দলের ১৫ গোলে অবদান রাখা ফরোয়ার্ডকে নিয়ে ম্যাচ শেষে আর্তেতার কণ্ঠেও ঝরল দুশ্চিন্তার কথা।
“সাকার চোট নিয়ে আমরা বেশ চিন্তিত। সে তার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে এবং খেলা চালিয়ে যেতে পারেনি। তার অবস্থা মূল্যায়ন করতে হবে। তবে হ্যাঁ, আমরা বেশ উদ্বিগ্ন।”
চলতি মৌসুমের শুরুর দিকেও একবার হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে ছিটকে যান সাকা। আর্সেনালের দুটি ম্যাচে দলে ছিলেন না তিনি। যার একটিতে বোর্নমাউথের বিপক্ষে ২-০ গোলে হারে লন্ডনের ক্লাবটি।
সাকার চোট আর্সেনালের জন্য ধাক্কা হয়ে এসেছে। তার সম্ভাব্য বিকল্প রাহিম স্টার্লিংও চোটে ভুগছেন। অনুশীলনের সময় পাওয়া চোটের কারণে প্যালেস ম্যাচের স্কোয়াডে তাকে রাখতে পারেননি আর্তেতা।