প্রাইজ মানি বাড়ছে মেয়েদের ফুটবল বিশ্বকাপে

২০১৫ আসরের তুলনায় ২০২৩ আসরে ১০ গুণ প্রাইজ মানি বাড়ানোর কথা জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 02:06 PM
Updated : 16 March 2023, 02:06 PM

২০২৩ উইমেন’স ফুটবল বিশ্বকাপে প্রাইজ মানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আসছে আসরে প্রাইজ মানি হবে ১৫ কোটি ডলার, ২০১৫ আসরের চেয়ে যা ১০ গুণ এবং ২০১৯ আসরের চেয়ে ৩ গুণ বেশি।  

এই অঙ্ক যদিও কাতারে গত বছর অনুষ্ঠিত পুরুষদের বিশ্বকাপে দেওয়া ৪৪ কোটি ডলার প্রাইজ মানির তুলনায় এখনও অনেক কম।

রুয়ান্ডার রাজধানী কিগালিতে বৃহস্পতিবার ফিফা কংগ্রেসে পুনরায় সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মেয়েদের বিশ্বকাপে প্রাইজ মানি বাড়ানোর কথা জানান ইনফান্তিনো। তিন ধাপের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

প্রথম ধাপ হলো, বিশ্বকাপে খেলা পুরুষ ও নারীদের জন্য শর্ত এবং পরিষেবা হবে সমান, যেমন আবাসন ও ফ্লাইট।

দ্বিতীয় ধাপ- আগামী বছরের ২০ জুলাই নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে নারী দলগুলির ‘ডেডিকেটেড’ বেস ক্যাম্প থাকবে।

ইনফান্তিনো বলেন, তৃতীয় ধাপ হবে সবচেয়ে জটিল এবং মেয়েদের খেলার জন্য একটি ‘ডেডিকেটেড’ মার্কেটিং কৌশল অন্তর্ভুক্ত করা হবে।

“আমাদের মিশন ২০২৬ পুরুষ এবং ২০২৭ নারী বিশ্বকাপের জন্য অর্থ প্রদানে সমতা রাখতে সক্ষম হবে।”