রেকর্ড হারিয়ে হলান্ডকে ‘টুপি খোলা অভিনন্দন’ কোলের

ম্যানচেস্টার সিটি তারকার প্রশংসায় পঞ্চমুখ সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যান্ড্রু কোল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2023, 11:24 AM
Updated : 5 May 2023, 11:24 AM

লম্বা সময় ধরে বজায় থাকা রেকর্ড হারালেও তা নিয়ে কোনো আক্ষেপ নেই অ্যান্ড্রু কোলের। ইংল্যান্ডের শীর্ষ লিগের প্রিমিয়ার লিগ যুগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়া আর্লিং হলান্ডের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। সাবেক এই ইংলিশ স্ট্রাইকার বলেছেন, টুপি খোলা অভিনন্দন প্রাপ্য তরুণ ম্যানচেস্টার সিটি তারকার।

প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমে শুরু থেকেই দাপট দেখাচ্ছেন হলান্ড। গড়ছেন নতুন নতুন রেকর্ড। গত বুধবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে সিটির ৩-০ গোলে জয়ের ম্যাচে জালের দেখা পেয়ে নতুন উচ্চতায় বসেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

ওই গোলটি লিগে তার ৩৫তম। প্রিমিয়ার লিগ যুগ শুরুর পর এক মৌসুমে আগের সর্বোচ্চ ছিল কোল ও অ্যালান শিয়েরারের করা ৩৪ গোল। তারা অবশ্য খেলেছিলেন ৪২ ম্যাচের মৌসুমে। এখন ইংল্যান্ডের শীর্ষ লিগ হচ্ছে ৩৮ ম্যাচের।

কোল ৩৪ গোল করেছিলেন ১৯৯৩-৯৪ মৌসুমে, নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। এক বছর পর তার রেকর্ডে ভাগ বসান শিয়েরার।

পেশাদার ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যাচচেস্টার সিটি দুই দলের হয়েই খেলার অভিজ্ঞতা আছে কোলের। সেরা সময় অবশ্য কাটিয়েছেন ইউনাইটেডে। এখন কাজ করছেন ক্লাবটির দূত হিসেবে।

স্ট্যাটস পারফর্মকে দেওয়া সাক্ষাৎকারে হলান্ডকে প্রশংসায় ভাসান কোল।

“(আমার রেকর্ড হলান্ডের ভাঙার বিষয়টি নিয়ে) আমার কোনোরকম খারাপ লাগছে না, কারণ আমি এতটা অহংকারী নই।”

“সিটিতে তার প্রথম মৌসুমটা সত্যিই অসাধারণ। অবিশ্বাস্য। আমি তাকে টুপি খোলা অভিনন্দন জানাই এবং সে এটার যোগ্য।”

রেকর্ড মানেই ভাঙা-গড়ার খেলা। কোলও তাতে একমত। হলান্ডের কাছে রেকর্ড হারিয়েও তাই নিরাবেগ তিনি।

“রেকর্ড গড়া হয়ই ভাঙার জন্য, এটাই স্বাভাবিক। এখানে খারাপ লাগার তো কিছু নেই, আমি এগুলো পাত্তা দিই না - কেউ যদি সেই রেকর্ড ভাঙার যোগ্য হয়, তাহলে এগিয়ে যান, ভেঙে দিন!”