ইংলিশ ফুটবল
গ্রীষ্মের দলবদলে এই নিয়ে ৯ জন খেলোয়াড় দলে ভেড়াল চেলসি।
Published : 11 Aug 2024, 10:32 PM
চলতি দলবদলে আরও একজন ফুটবলার দলে টানল চেলসি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে যোগ দিলেন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো।
২৪ বছর বয়সী এই ফুটবলারকে সাত বছরের চুক্তিতে দলে নেওয়ার কথা রোববার বিবৃতি দিয়ে জানিয়েছে চেলসি। ট্রান্সফার ফি অবশ্য প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, চেলসির খরচ হচ্ছে ৫ কোটি ৪০ লাখ পাউন্ড।
২০১৯ সালে স্বদেশের ক্লাব ব্রাগা থেকে উলভারহ্যাম্পটনে যোগ দেন নেতো। দলটির হয়ে ১৩৫ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি ২৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। এক মৌসুম ধারে খেলেছেন ইতালিয়ান ক্লাব লাৎসিওতেও।
জাতীয় দল পর্তুগালের হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১০ ম্যাচ। জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে দলের তিন ম্যাচেই খেলেছেন তিনি।
গ্রীষ্মের দলবদলে এই নিয়ে ৯ জন খেলোয়াড় দলে ভেড়াল চেলসি। আগামী ১৮ অগাস্ট ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে তারা।