স্প্যানিশ ফুটবল
আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর অভিজ্ঞ জার্মান মিডফিল্ডারের মন পরিবর্তনের অপেক্ষায় আছেন কার্লো আনচেলত্তি।
Published : 02 Jun 2024, 07:24 PM
ঘোষণা অনুযায়ী রেয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন টনি ক্রুস। এই মাসেই শেষ হয়ে যাচ্ছে ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ। তবে অভিজ্ঞ জার্মান মিডফিল্ডারকে কোনোভাবেই ছাড়তে চান না কার্লো আনচেলত্তি। আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর মাদ্রিদের দলটির কোচের চাওয়া, মন পরিবর্তন করে সান্তিয়াগো বের্নাবেউয়ে রয়ে যাক এই তারকা।
নিজ দেশে আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে বুটজোড়া একেবারেই তুলে রাখার ঘোষণা গত মাসেই দিয়ে দেন ক্রুস। তার ক্লাব ক্যারিয়ারের সমাপ্তি ঘটছে তাই রেয়াল দিয়েই।
মৌসুমের শেষ ম্যাচে শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতাটিতে ১৫তম শিরোপা ঘরে তোলে রেয়াল।
ক্রুসের এটি ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। বায়ার্ন মিউনিখের জার্সিতে প্রথমটি জয়ের পর রেয়ালের হয়ে জিতলেন পাঁচটি। চ্যাম্পিয়ন্স লিগ জমানায় ছয় শিরোপা জেতা ইতিহাসের চার ফুটবলারের একজন তিনি।
রেয়ালে গত ১০ বছরের মতো শেষবেলায়ও যথারীতি মাঠের ফুটবলে আলো ছড়ান ক্রুস। তার দুর্দান্ত একটি ফ্রি-কিক শেষ মুহূর্তে ঝাঁপিয়ে ফেরান ডর্টমুন্ড গোলরক্ষক। পরে তার নিখুঁত কর্নার থেকেই হেডে গোল করে দলকে এগিয়ে নেন দানি কারভাহাল।
ম্যাচের পর ক্রুসের প্রতি কৃতজ্ঞতা জানান আনচেলত্তি। অভিজ্ঞ ইতালিয়ান কোচ বলেন, ৩৪ বছর বয়সী তারকার মন পরিবর্তনের অপেক্ষায় আছেন তারা।
“ক্রুসের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ। সে খুব শীর্ষে থেকে শেষ করেছে, এর চেয়ে উঁচুতে থেকে শেষ করতে পারত না। (ক্যারিয়ারের) ইতি টানার সাহস ছিল তার এবং সে এই ক্লাবের একজন কিংবদন্তি।”
“ক্লাবের প্রতি তার মনোভাব, তার পেশাদারিত্বের জন্য সমর্থকরা কৃতজ্ঞ। আমি তাকে বলেছি, আমরা তার মন পরিবর্তনের অপেক্ষা করছি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।”
ক্রুস আগে অনেকবার বলেছেন, রেয়ালেই ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। এখন অবসরের সিদ্ধান্ত বদলে আগামী মৌসুমে তিনি বের্নাবেউয়ে থাকেন কিনা, সেটাই দেখার অপেক্ষা।