রায়ো ভাইয়েকানোর বিপক্ষে জয় প্রাপ্য ছিল বলে মনে করেন রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 06 Nov 2023, 11:41 AM
অসংখ্য সুযোগ নষ্ট করে হাতছাড়া হয়ে গেছে শীর্ষে ফেরার সুযোগ। এনিয়ে হতাশা আছে কার্লো আনচেলত্তির। তবে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে কোনো আক্ষেপ নেই রেয়াল মাদ্রিদ কোচের।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচে গোলশূন্য ড্র করে রেয়াল। শীর্ষে ফেরার সুযোগ হারানো দলটি ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে সাদামাটা ফুটবল খেলেও জিতেছিল রেয়াল। কিন্তু ভাইয়েকানোর বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা না পেয়ে পয়েন্ট ‘খুইয়েছে’ তারা। এরপরই দলটির কোচ চাওয়া-পাওয়ার হিসেব মেলা, না মেলা নিয়ে কথা বললেন। যদিও দলের পারফরম্যান্স নিয়ে একবিন্দু প্রশ্ন নেই তার।
“আজ (গতকাল) আমরা ভালো খেললাম, দারুণ মানসিকতা ও প্রাণশক্তি দেখালাম এবং অনেক সুযোগ তৈরি করলাম। স্রেফ আমরা ফিনিশিংটা করতে পারলাম না। ম্যাচের ফল নিয়ে আমরা হতাশ, কিন্তু আমাদের পারফরম্যান্স ভালো ছিল।”
“আমরা ম্যাচের ফল নিয়ে হতাশ, আমাদের ম্যাচ পারফরম্যান্স নিয়ে নয়। কখনও কখনও আপনি জেতার যোগ্য না হয়েও জিতবেন, কখনও কখনও জেতার যোগ্য হয়েও জিতবেন না। কিন্তু এই ম্যাচে (ভাইয়েকানোর বিপক্ষে) জয় প্রাপ্য ছিল আমাদের। অন্য ম্যাচে আমরা জিতেছি, যেখানে আমাদের জয় প্রাপ্য ছিল না।”
ভাইয়েকানোর বিপক্ষে পয়েন্ট হারানোর চেয়ে ক্লাসিকোর জয়ে তৃপ্তি বেশি- রাখঢাক না করেই জানিয়েছেন আনচেলত্তি।
“ক্লাসিকোয় যদি ড্র হতো এবং আজ যদি জিততাম, তাহলে কোনোকিছুই বদলাত না। কিন্তু যদি এই দুই ম্যাচের মধ্যে থেকে যেকোনো একটি জিততে হত, তাহলে বার্সেলোনার বিপক্ষে জিততে চাইতাম, রায়োর বিপক্ষের ম্যাচটি নয়।”