উয়েফা নেশন্স লিগ
দ্বিতীয়ার্ধে ইতালিয়ানরা ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখলেও প্রথম লেগের ব্যবধানটাই পার্থক্য গড়ে দিল।
Published : 24 Mar 2025, 04:08 AM
জার্মানদের আঙিনায় প্রথমার্ধেই তিন গোল খেয়ে বসা ইতালি কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল! ফিকে হয়ে যাওয়া আশা বিরতির পর জোড়া গোলে নতুন করে জাগিয়ে তুললেন মোইজে কিন। শেষ দিকে আরেকবার জালে বল পাঠিয়ে ম্যাচে সমতাও টানল তারা। কিন্তু, প্রথম লেগের ওই ব্যবধান আর ঘোচাতে পারল না দলটি। দুই লেগের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে উঠে গেল জার্মানি।
ডর্টমুন্ডে রোববার রাতে শেষ আটের ফিরতি লেগ ৩-৩ ড্রয়ের পর, দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে পরের ধাপে উঠল জার্মানি। প্রথম লেগে শুরুতে পিছিয়ে পড়ার পর ২-১ গোলে জিতেছিল তারা।
ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে জার্মানি। ঘর সামলে উপরে উঠতেই পারছিল না ইতালি। সাফল্য পেতেও দেরি হয়নি স্বাগতিকদের, ১৫ মিনিটে তিন গোল করে বিরতির আগেই সব অনিশ্চয়তার প্রায় ইতি টেনে দেয় তারা।
প্রথম গোলের দেখা মেলে ৩০তম মিনিটে। ইতালির মাঠে দলকে সমতায় ফেরানো টিম ক্লাইনডিন্সট ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন জসুয়া কিমিখ। ছয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান জামাল মুসিয়ালা; ডি-বক্সের মধ্যে ডান পায়ের শটে গোলটি করেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।
আর ৪৫তম মিনিটে শেষ চারের টিকেট প্রায় নিশ্চিত হয়ে যায় জার্মানদের। কিমিখের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন বায়ার্ন মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড ক্লাইনডিন্সট। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৫-১।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে একটি গোল শোধ করেন মোইজে কিন। ৬৯তম মিনিটে ব্যবধান আরেকটু কমান ফিওরেন্তিনার তরুণ এই ফরোয়ার্ড।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আরেকটি গোল শোধ করে আশা জাগান রাসপাদোরি। এরপরই বেশ কিছুক্ষণ খেলা চলে, উত্তেজনা তখন তুঙ্গে। কিন্তু আরেকবার জালে বল আর পাঠাতে পারেনি ইতালি।
টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিতে ফ্রান্স
১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ডেনমার্ককে হারিয়ে শেষ আটে পর্তুগাল
রুদ্ধশ্বাস লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি-ফাইনালে স্পেন