কোপা আমেরিকা
উত্তরসূরিদের মাঝে সবকিছুর অভাব দেখে বিশ্বকাপ জয়ী এই তারকা ফরোয়ার্ড বললেন, ব্রাজিলের খেলা বর্জন করবেন তিনি।
Published : 15 Jun 2024, 04:29 PM
লম্বা একটা সময় ধরে ব্রাজিলের পারফরম্যান্সে দেখা যাচ্ছে না চেনা সেই ধার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলায় স্কিল, তাড়না, নিবেদন সবকিছুর অভাব দেখছেন রোনালদিনিয়ো। তাই এবারের কোপা আমেরিকায় উত্তরসূরিদের কোনো সমর্থন দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির ফুটবল গ্রেট। একই সঙ্গে জানিয়েছেন, টুর্নামেন্টে ব্রাজিলের কোনো ম্যাচই দেখবেন না তিনি!
গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ১৩টি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে তাদের জয়-পরাজয় পাঁচটি করে। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র। মরক্কোর পর সেনেগাল, উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে হেরেছে তারা।
আর এই সময়ে গিনি, বলিভিয়া, পেরু, ইংল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে জিতেছে ব্রাজিল। ভেনেজুয়েল ও স্পেনের বিপক্ষে ড্র করা দলটি লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও জিততে পারেনি।
গত বৃহস্পতিবারের ম্যাচটি ড্র হয় ১-১ ড্র হয়। ওই ম্যাচের পর দলটির তারকা ফরোয়ার্ড রদ্রিগোও বলেছেন, আরও উন্নতি করতে হবে তাদের।
ইউটিউব চ্যানেল কার্তোলোউকোসে সম্প্রতি এক সাক্ষাৎকার দেন রোনালদিনিয়ো। সেখান তিনি ব্রাজিল দলের কোনো কিছুই ঠিক নেই বলে ক্ষোভ ঝাড়েন।
“কোনো কিছুই ভালো হচ্ছে না। দৃঢ়তার অভাব, নিবেদনের অভাব, সবকিছুর অভাব।”
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ, ১৯৯৯ কোপা আমেরিকা জিতেছেন রোনালদিনিয়ো। এবারের ব্রাজিলের দলটি দেখে তিনি খুবই হতাশ। তাই এবার কোপা আমেরিকায় উত্তরসূরিদের কোনো ম্যাচই দেখার ইচ্ছা নেই তার।
“সবকিছুই অনুপস্থিত, তাড়না, উচ্ছ্বাস…তাদের ভালো খেলতে হবে। তাই আমি তাদের কোনো ম্যাচই দেখব না। আমি ব্রাজিলের খেলা বর্জন করব।”
আগামী ২৫ জুন কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের অভিযান। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।