এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরতে পেরে খুশি অভিজ্ঞ এই ডিফেন্ডার।
Published : 07 Mar 2023, 06:53 PM
তিন জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে দেশের বাইরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সৌদি আরবে চলমান কন্ডিশনিং ক্যাম্পটি বেশ কাজে দেবে বলে মনে করছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন।
আগামী ২০ মার্চ সিলেটে শুরু হবে ব্রুনাই দারুস সালাম ও সিশেলসকে নিয়ে তিন জাতি টুর্নামেন্ট। প্রস্তুতির জন্য সৌদি আরবের উষ্ণ কন্ডিশনকে বেছে নিয়েছে বাংলাদেশ। গত শনি ও রোববার দুই ভাগে বিভক্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা।
এই ক্যাম্পের জন্য ঘোষিত ২৭ জনের প্রাথমিক দলে আছেন তপু। এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। দেশের হয়ে সবশেষ তপু মাঠে নেমেছিলেন ২০২১ সালের নভেম্বরে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচে।
এরপর লিগামেন্টের চোটে পড়েন তপু। লম্বা সময় বাইরে থাকার পর গত ডিসেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। জাতীয় দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত ২৮ বছর বয়সী এই ফুটবলার।
“দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ফিরেছি। সব সময় চিন্তা ছিল চোট কাটিয়ে ক্লাবে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফিরব। …কঠোর পরিশ্রম করেছি দুই জায়গায় খেলার জন্য। আমার মনে হয়, কঠোর পরিশ্রম করলে ফল অবশ্যই ভালো হয়। তাই আমি পেয়েছি।”
ব্রুনাই ও সিশেলসকে নিয়ে অনুষ্ঠেয় তিন জাতীর টুর্নামেন্টটি আগামী জুনের সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের প্রস্তুতির বড় মঞ্চ। দুটি প্রতিযোগিতার জন্যই নিজেদের তৈরি করতে সৌদি আরবে এই ক্যাম্পকে গুরুত্বপূর্ণ মনে করছেন তপু।
“সৌদি আরবে এই কন্ডিশনিং ট্রেনিং আমার কাছে মনে হয় আমাদের দেশের ও খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা এখানে কী করছি, আর কী করছি না, এটা অনেক জরুরি বিষয়। আর সুযোগ-সুবিধা তো অবশ্যই খুবই ভালো। সবাই মানসিকভাবে ফ্রেশ আছে। সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করছে।”
এখন পর্যন্ত কেমন হচ্ছে ক্যাম্প, সেটার একটি ধারণাও দিলেন তপু।
“গতকাল আমাদের জিম সেশন ছিল। মাঠেও অনুশীলন হয়েছে। আমরা প্রায় এক ঘণ্টা দশ মিনিট সেখানে অনুশীলন করেছি। বল নিয়ে অনুশীলন করেছি। বল পায়ে মনে হয়েছে, ট্রানজেশন, আমরা কীভাবে অ্যাটাক করব, আমাদের যে শেপটা থাকে…সেটা নিয়ে আমরা কাজ করেছি। আমার কাছে মনে হয়, যেভাবে আমরা শুরু করেছি, সেটা যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারি অবশ্যই আমাদের দল ও দেশের জন্য অনেক কার্যকর হবে।”