স্প্যানিশ ফুটবল
চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে লুকাস ভাসকেসের ফেরার সুখবরও দিয়েছেন কার্লো আনচেলত্তি।
Published : 14 Feb 2025, 10:59 PM
চোটের আঘাতে জেরবার রেয়াল মাদ্রিদের রক্ষণে কিছুটা যেন স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। মূল চার ডিফেন্ডারের দুজন ডাভিড আলাবা ও আন্টোনিও রুডিগারের ফিটনেসের আরেকটু উন্নতি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের ফিরতি লেগের লড়াইয়ে তাদের পাওয়ার আশা করছেন কোচ কার্লো আনচেলত্তি।
পরের ম্যাচে শনিবার লা লিগায় ওসাসুনার মাঠে খেলবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে আলাবা ও রুডিগারের পাশাপাশি লুকাস ভাসকেসের ফেরার খবরও দিয়েছেন আনচেলত্তি।
চোটের কারণে মৌসুমের শুরু থেকেই ভুগছে মাদ্রিদের দলটি। সাম্প্রতিক সময়ে তো দলের চার মূল ডিফেন্ডার দানি কারভাহাল, ডাভিড আলাবা, এদের মিলিতাও ও আন্টোনিও রুডিগারকে ছাড়াই খেলতে হচ্ছে তাদের। এর মধ্যে এক বছরের বেশি সময় পর মাঠে ফেরার কদিনের মধ্যে এই মাসের শুরুতে আবার চোট পেয়ে ছিটকে যান আলাবা। তবে অস্ট্রিয়ান ডিফেন্ডারের এবারের সমস্যা তেমন গুরুতর ছিল না।
শুক্রবার সংবাদ সম্মেলনে এই তিন জনের ফেরার সম্ভাবনা জানতে প্রশ্ন করা হয় আনচেলত্তিকে। উত্তরে তিনি জানান, তারা সবাই ফেরার পথে।
“রুডিগার ও আলাবার (ফিটনেসের) উন্নতি হচ্ছে। তারা একাকী অনুশীলন চালিয়ে যাবে এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে প্রস্তুত থাকবে। লুকাস ভাসকেসও প্রস্তুত থাকবে।”
জোড়াতালি দেওয়া রক্ষণ নিয়েই অবশ্য গত সপ্তাহে সিটির বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলে জিতেছে রেয়াল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার আশায় আগামী বুধবার ঘরের মাঠে ফিরতি লেগের লড়াইয়ে নামবে তারা।
তার আগে আসছে ম্যাচটিও রেয়ালের জন্য বড় পরীক্ষার। কেননা দুই ম্যাচ জয়শূন্য থেকে ওসাসুনার বিপক্ষে নামবে তারা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে শনিবার রাত সোয়া ৯টায়।
২৩ রাউন্ড শেষে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রেয়াল। ৪৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দুইয়ে এবং ৪৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে আছে।