ইংলিশ ফুটবল
দাপুটে পারফরম্যান্সে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল মিকেল আর্তেতার দল।
Published : 17 Aug 2024, 09:57 PM
যতক্ষণ মাঠে থাকলেন, দারুণ ফুটবল উপহার দিলেন বুকায়ো সাকা। সতীর্থের গোলে অবদান রাখার পর তিনি নিজে করলেন চমৎকার একটি গোল। দাপুটে পারফরম্যান্সে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল মিকেল আর্তেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের নতুন আসরের প্রথম রাউন্ডে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধে কাই হাভার্টজ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান সাকা।
ম্যাচে আর্সেনালের দাপটের চিত্র ফুটে উঠছে পরিসংখ্যানেও। গোলের জন্য ১৮টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে, উলভারহ্যাম্পটনের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল।
চতুর্দশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় আর্সেনাল। বেন হোয়াইটের ডান পায়ের শট ঠেকান সফরকারী গোলরক্ষক জোসে। পরের মিনিটে সাকার শটও ব্যর্থ করে দেন তিনি।
২৫তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। ডান দিক থেকে সাকার দারুণ ক্রসে বক্সে হেডে জালে বল পাঠান জার্মান ফরোয়ার্ড হাভার্টজ।
৩৬তম মিনিটে সুযোগ পায় উলভারহ্যাম্পটন। লারসেনের হেড ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক দাভিদ রায়া। পরের মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির ক্রসে সাকার হেড লক্ষ্যে থাকেনি।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে যায় আর্সেনাল। ৭৪তম মিনিটে গোলের দেখা পান সাকা। হাভার্টজের পাস বক্সে ধরে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড।
৮০তম মিনিটে সাকাকে তুলে লিয়ান্দ্রো ট্রোসার্ডকে নামান আর্সেনাল কোচ আর্তেতা। যোগ করা সময়ে দুটি সুযোগ পেলেও ব্যবধান কমাতে পারেনি সফরকারীরা।
দিনের প্রথম ম্যাচে ইপ্সউইচ টাউনকে ২-০ গোলে হারায় লিভারপুল।