চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে মাঠে নেমেই কীর্তিটি গড়েন এন্দ্রিক।
Published : 03 Oct 2024, 01:27 AM
চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপের জায়গা হলো বেঞ্চে। কোচ কার্লো আনচেলত্তিও ফরমেশনে আনলেন পরিবর্তন। দুইয়ে মিলিয়ে শুরুর একাদশে জায়গা পেয়ে গেলেন এন্দ্রিক। তাতেই চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে রেয়াল মাদ্রিদের শুরুর একাদশের খেলোয়াড় হয়ে গেলেন এই ব্রাজিলিয়ান।
ফরাসি ক্লাব লিলের মাঠে বুধবার ভিনিসিউস জুনিয়র ও এন্দ্রিককে আক্রমণে রেখে ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজান রেয়াল কোচ। এদিন এন্দ্রিকের বয়স ১৮ বছর ৭৩ দিন।
তিনি ভেঙে দিলেন স্প্যানিশ ক্লাবটির কিংবদন্তি ফরোয়ার্ড রাউল গনসালেসের রেকর্ড। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ১৮ বছর ৭৮ দিন বয়সে নেমে আগের রেকর্ড গড়েছিলেন এই স্প্যানিয়ার্ড।
বায়ার্নকে হারিয়ে ৪২ বছরের পুরোনো স্মৃতি ফেরাল অ্যাস্টন ভিলা