ইংলিশ ফুটবল
ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে র্যাশফোর্ডকে নতুন করে শুরু করার পরামর্শ দিয়েছেন ইংলিশ গ্রেট রুনি।
Published : 31 Jan 2025, 12:12 AM
ম্যানচেস্টার ইউনাইটেডে মার্কাস র্যাশফোর্ডের বর্তমান পরিস্থিতিকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন ওয়েইন রুনি। এই ফরোয়ার্ডকে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে নতুন ঠিকানা খুঁজে নেওয়ার কথা বলেছেন এই ইংলিশ গ্রেট।
ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে র্যাশফোর্ডকে আার খেলাননি ইউনাইটেড কোচ হুবেন আমুরি। গত রোববার এই পর্তুগিজ কোচ বলেন, প্রয়োজন হলে ৬৩ বছর বয়সী গোলকিপিং কোচ জর্জ ভিতালকেও তিনি মাঠে নামাতে প্রস্তুত আছেন, তবু এখনকার অবস্থায় র্যাশফোর্ডকে খেলাবেন না। বুধবার আমুরি আরেকবার সাফ বলে দেন, আবার ক্লাবের হয়ে খেলতে হলে র্যাশফোর্ডের নিজেকে ‘পরিবর্তন করতে হবে।’
ইউনাইটেডের রেকর্ড স্কোরার রুনি ক্লাব ও জাতীয় দলে অল্প সময় র্যাশফোর্ডের সঙ্গে খেলেছেন। ২৭ বছর বয়সী এই ফুটবলার আর ‘আগের মতো নেই’ বলে মনে করছেন তিনিও।
সাবেক ইউনাইটেড সতীর্থ গ্যারি নেভিলের ইউটিউব চ্যানেল ‘দা ওভারল্যাপ’-এ আলাপে ৩৯ বছর বয়সী রুনি বলেন, র্যাশফোর্ডের এখন ক্লাব ছাড়া উচিত, আর সেটা এই খেলোয়াড়কে বলেছেন তিনি।
“মার্কাসের সঙ্গে কয়েকবার কথা বলেছি আমি। তাকে আমার মতামত এবং ভাবনা জানিয়েছি। আমি বলেছি যে, তোমাকে ক্লাব ছাড়তে হবে, কারণ তার জীবনে যা কিছু ঘটছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডে যা কিছু ঘটছে, তা আর আগের মতো নেই।”
“তাই বলেছি, নতুন করে শুরু করার জন্য তোমাকে ক্লাব ছাড়তে হবে। তোমার কোচ প্রকাশ্যে এসে বলছে যে, তুমি ঠিকমতো অনুশীলন করছো না, এটা পাগলামি। মার্কাসের সঙ্গে এমনটা দুই বছর ধরে চলছে এবং এটা দুঃখজনক, সত্যিই দুঃখজনক।”
ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ডে র্যাশফোর্ডকে নিয়ে একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরলেন রুনি।
“আমার সন্তানদের (ইউনাইটেডের একাডেমির শিশুদের) ম্যাচে নিয়ে যাওয়ার জন্য রোববার আমি ক্যারিংটনে গিয়েছিলাম, মার্কাস তখন ফিটনেস কোচের সঙ্গে ট্রেনিং গ্রাউন্ডে ছিল। যেখান দিয়ে মা-বাবা তাদের শিশু সন্তানদের নিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার পাশেই ছিল মার্কাস। আমি তার দিকে তাকিয়ে ভাবছিলাম, মা-বাবারা যখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তার জন্য বিষয়টা কতটা বিব্রতকর ছিল।”
“দুই বছর আগে যখন (র্যাশফোর্ডের ট্রেনিং ইস্যু) শুরু হয়েছিল, আমি অবাক হয়েছিলাম, কিন্তু এখন আর অবাক হই না।”
গত মাসে র্যাশফোর্ড বলেছিলেন, ইউনাইটেড ছেড়ে নতুন চ্যালেঞ্জ খুঁজবেন তিনি। তবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কোনো দল এখনও তিনি খুঁজে পাননি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হবে সোমবার।