উইমেন’স প্রিমিয়ার লিগ
উইমেন’স প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ সেনাবাহিনীর মেয়েরা।
Published : 20 May 2024, 09:18 PM
উইমেন’স প্রিমিয়ার লিগে যেন পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এবার তাদেরকে হারিয়ে দিয়েছে নাসরিন একাডেমি।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার সেনাবাহিনীর মেয়েদের ৩-১ গোলে হারিয়েছে নাসরিন একাডেমি।
প্রথমার্ধে অবশ্য সুলতানার গোলে এগিয়ে গিয়েছিল সেনাবাহিনী। তবে বিরতির পর আর প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি তারা। ৬৫তম মিনিটে মাসুরা পারভীন সমতা টানার পাঁচ মিনিট পরই সাবিনা খাতুনের গোলে এগিয়ে যায় নাসরিন একাডেমি। ৮৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ঋতুপর্না চাকমা।
প্রথম চার রাউন্ডে টানা জয়ের পর গত ম্যাচে সদ্যপুস্কৃরিনী যুব স্পোটিং ক্লাবের বিপক্ষে প্রথম হারের স্বাদ পায় সেনাবাহিনী। সেই ধাক্কা এবারও সামলে উঠতে পারল না তারা।
আর আগের ম্যাচে আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্রয়ের পর জয়ের পথে ফিরল নাসরিক একাডেমি। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।
সমান ম্যাচে সেনাবাহিনীর পয়েন্ট ১২।