টেনিস: সাংহাই মাস্টার্স
স্বপ্নময় পথচলায় এই বছরে সপ্তম শিরোপা জিতলেন ইতালির তরুণ তারকা।
Published : 13 Oct 2024, 06:22 PM
এককে নোভাক জোকোভিচের শততম শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল আরও। ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে সরাসরি সেটে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতলেন র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ইয়ানিক সিনার।
তৃতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে এককে একশ শিরোপা জয়ের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে নেমে লড়াই সেভাবে জমাতেই পারেননি জোকোভিচ। রোববারের ফাইনালে ৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকাকে ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে হারান সিনার।
অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনসহ ২০২৪ সালে মোট ৭টি শিরোপা জিতলেন ইতালির ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। তার চেয়ে কম বয়সে সাংহাই মাস্টার্স জিততে পারেননি আর কেউ। এই বছরে ৭১ ম্যাচের মধ্যে ৬৫টিই জিতলেন তিনি।
এই জয়ে জোকোভিচের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও ৪-৪ সমতা টানলেন সিনার। সাংহাই মাস্টার্সের চারবারের চ্যাম্পিয়নের বিপক্ষে তার টানা তৃতীয় জয় এটি। তবে পা মাটিতেই রাখছেন তিনি।
“(জোকোভিচকে হারানোর) গোপন রহস্য বলা কঠিন, কারণ তার কোনো দুর্বলতা নেই। তিনি আপনাকে যে সামান্য সুযোগ দেবেন, তা কাজে লাগাতে হবে। তিনি আমাদের খেলার কিংবদন্তি এবং তার বিপক্ষে খেলা খুবই কঠিন।”