ইতালিয়ান ফুটবল
‘গুরুত্বপূর্ণ এক ধাপ’ পার করে উচ্ছ্বসিত গোলরক্ষক ইয়ান সমের, তবে পরের নয় ম্যাচও তার কাছে সমান গুরুত্ব পাচ্ছে।
Published : 17 Mar 2025, 04:39 PM
বড় এক বাধা পার করল ইন্টার মিলান। আতালান্তার মাঠে জিতে সেরি আর শিরোপা ধরে রাখার পথে এগিয়ে গেল আরেক ধাপ। তবে এখনই উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কিছু দেখেন না ইয়ান সমের। ইন্টার গোলরক্ষক মনে করেন, সেরি আয় পরের নয় ম্যাচও তাদের জন্য একই রকম গুরুত্বপূর্ণ।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ২-০ গোলে জিতেছে ইন্টার। কার্লোস অগাস্তো দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়িয়েছেন অধিনায়ক লাউতারো মার্তিনেস।
২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি। ৫৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আতালান্তা।
পরের নয় ম্যাচে যে পয়েন্ট টেবিল উলট-পালট হয়ে যেতে পারে ভালো করেই জানেন সমের। তাই সাবধানী ইন্টারের এই সুইস গোলরক্ষক।
“এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ, এর বেশি কিছু নয়। এখনও নয় ম্যাচ বাকি আছে।”
ইন্টার ম্যাচের আগে মাঠে নামে নাপোলি। অবনমন অঞ্চলে থাকা ভেনেৎসিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। সমের বললেন, এই ম্যাচের ফল আতালান্তার বিপক্ষে তাদের ভালো খেলায় কোনো প্রভাব ফেলেনি।
“আমরা এই ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিয়েছিলাম। এটাও পরিষ্কার যে, আমরা অন্যদের ম্যাচ দেখি।”
“তবে এখনও অনেক পথ বাকি। এখন অনেক পয়েন্টের খেলা বাকি। আপাতত আমরা খুশি তবে আমরা জানি আমাদের সব সময় এভাবেই খেলতে হবে।”