ক্লাসিকোর স্মৃতিতে পেছন ফিরে তাকিয়ে আর্জেন্টাইন মহাতারকা বললেন, সের্হিও রামোসের সঙ্গে তার লড়াই ছিল তীব্রতম।
Published : 18 Jun 2024, 10:24 PM
এক সময় ক্লাসিকোর সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিল লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ। তবে মাঠের খেলায় লড়াইটা যখন ছিল মুখোমুখি, তখন দারুণ আকর্ষণীয় ছিল মেসির সঙ্গে সের্হিও রামোসের লড়াই। কখনও কখনও তা যেন প্রায় যুদ্ধের রূপ নিত। মেসির হৃদয়েও আলাদা জায়গা নিয়ে আছে সেই লড়াই। ক্লাসিকোর স্মৃতিতে পেছন ফিরে তাকিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি বললেন, রামোসই ছিলেন তার কঠিনতম প্রতিপক্ষ।
মেসি যখন বার্সেলোনায় ছিলেন আর রোনালদো ছিলেন রেয়াল মাদ্রিদে, ক্লাসিকোর আবেদন তখন ছিল আকাশচুম্বি। স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াইয়ের উত্তেজনা তখন ছড়িয়ে পড়ত গোটা ফুটবল বিশ্বে। সেই আঁচ লাগত ফুটবলারদের গায়েও। মাঠে নেমে তেতে থাকতেন তারা। মেসির সঙ্গে রামোসের লড়াইয়েও ফুটে উঠত সেসব।
রেয়ালের রক্ষণভাগের ভরসা হিসেবে অনেক সময়ই মেসিকে থামানো কিংবা আটকানোর কাজটি করতে হয়েছে রামোসকে। স্কিল, ফিটনেস, মনস্তত্ত্ব, ফুটবলীয় ও শারীরিক সামর্থ্যের চূড়ান্ত পরীক্ষা ছিল সেসব দুজনের জন্যই। পরস্পরের ওপর চটে যাওয়া, মাঠে হাতাহাতির উপক্রম, এসব তো হয়েছে কতবারই!
এসব লড়াই থেকে জন্ম নিয়েছে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মান। মুখোমুখি এই লড়াইয়ের কথা বলতে গিয়ে গত বছর পিএসজি টিভির সঙ্গে সাক্ষাৎকারে রামোস বলেছিলেন, ইতিহাসের সেরা ফুটবলার মেসি।
এবার নিজের ভ্রাতুষ্পুত্র তমাসের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে ক্লাসিকোর কঠিনতম প্রতিপক্ষের কথা বলতে গিয়ে রামোসের সঙ্গে লড়াইয়ের কথাই বললেন মেসি।
“সের্হিও রামোসের সঙ্গে আমাদের তুমুল লড়াই হয়েছে। তার ওপরই আমি সবচেয়ে ক্ষিপ্ত হতাম। পরে আমরা সতীর্থ হয়েছি (পিএসজিতে)। তবে ক্লাসিকোতে আমরা পরস্পরকে চেপে ধরেছি। ক্লাসিকোগুলোর লড়াই ছিল তীব্র।”
ক্লাসিকোয় স্মরণীয় সব লড়াই উপহার দিয়ে এই দুজনই ক্লাব ছাড়েন একই মৌসুমে। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে মেসি ও রেয়াল মাদ্রিদ ছেড়ে রামোস পাড়ি জমান পিএসজিতে।
গত বছর আবার দুজনের পথ যায় বেঁকে। পিএসজি ছেড়ে মেসি চলে যান যুক্তরাষ্ট্রের ফুটবলে, সেভিয়ার হয়ে রামোস ফেরেন স্পেনে। মেসি ক্যারিয়ারের শেষটা করবেন এখানেই। তবে রামোস সম্প্রতি সেভিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন। যদিও অবসরের আলোচনা তিনি উড়িয়ে দিয়ে বলেছেন, আরও দু-এক বছর অন্তত খেলতে চান। সৌদি আরবের ফুটবলে তাকে দেখা যেতে পারে বলে আলোচনা আছে সংবাদমাধ্যমে।