মূল একাদশে জায়গা ফিরে পেতে হ্যারি ম্যাগুইয়ারকে লড়াই করে সামর্থ্যের প্রমাণ দিতে হবে, জানালেন এরিক টেন হাগ।
Published : 01 Aug 2023, 04:13 PM
গত মৌসুমে শুরুর একাদশে জায়গা হারিয়ে নড়বড়ে হয়ে গিয়েছিল হ্যারি ম্যাগুইয়ারের ভবিষ্যৎ। নতুন মৌসুমের আগে তাকে অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এই অবস্থায় তিনি আর ক্লাবটিতে থাকবেন কি না, উঠেছে সে প্রশ্ন। ইউনাইটেড কোচ এরিক টেন হাগ অবশ্য সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন ম্যাগুইয়ারের উপর।
লেস্টার সিটি থেকে ২০১৯ সালে ইউনাইটেডে নাম লেখানোর পর থেকেই ক্লাবটির অধিনায়ক ছিলেন ম্যাগুইয়ার। গত মৌসুমে শুরুর একাদশ থেকে বাদ পড়ার পর নতুন মৌসুম শুরুর আগে তার আর্মব্যান্ড দেওয়া হয় ব্রুনো ফের্নান্দেসকে।
ইএসপিএনের খবর, ম্যাগুইয়ারকে পেতে ২ কোটি পাউন্ড খরচ করতে প্রস্তুত ছিল প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ওয়েস্ট হ্যাম। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইউনাইটেড। ইংলিশ ডিফেন্ডারের প্রতি আগ্রহ দেখিয়েছে টটেনহ্যাম হটস্পারও।
তবে ম্যাগুইয়ারকে বিক্রি করা বা রেখে দেওয়ার ব্যাপারে কিছু বলতে চান না ক্লাবটির প্রধান কোচ। তাহলে থেকে যাওয়া অথবা ক্লাব ছাড়ার সিদ্ধান্ত কি ম্যাগুইয়ারের উপরই নির্ভর করছে কি না জানতে চাইলে টেন হাগ এক কথায় উত্তর দেন, ‘ঠিক তাই।’
ইউনাইটেড কোচ এটিও মনে করিয়ে দেন, ক্লাবে থাকলে শুরুর একাদশে জায়গা পাওয়ার জন্য লড়তে হবে ম্যাগুইয়ারকে।
“আপনি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আছেন, আপনাকে নিজের অবস্থানের জন্য লড়তে হবে এবং স্কিল দিয়ে প্রমাণ করতে হবে যে, আপনি দলের জন্য সবচেয়ে ভালো। দলের জন্য আপনাকে সর্বোচ্চ অবদান রাখতে হবে।”
“এটি হ্যারির সঙ্গে ব্যক্তিগত কিছু নয়। দলের ভালোর জন্যই এমনটা করতে হয়েছিল। তবে আমি বলব না যে, সে এই দলের অংশ নয়। তাকে তার অবস্থানের জন্য লড়াই করতে হবে। সে খুবই ভালো সেন্টার ব্যাক এবং তার প্রতিভার ওপর বিশ্বাস আছে আমার।”