জার্মান ফুটবল
দুই বছরের চুক্তিতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে জার্মান ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি।
Published : 01 Aug 2024, 08:46 PM
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে নতুন ক্লাবে পাড়ি জমালেন পাসকেল গ্রস। দেশের ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিলেন জার্মানির এই মিডফিল্ডার।
৩৩ বছর বয়সী গ্রসের দলবদলের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করে ব্রাইটন ও ডর্টমুন্ড।
দুই বছরের চুক্তিতে গ্রসকে দলে টেনেছে গত চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ ডর্টমুন্ড। ট্রান্সফার ফি বিষয়ে কিছুই জানায়নি দুই ক্লাবের কেউ।
২০১৭ সালে প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়ার পর ব্রাইটনের প্রথম চুক্তিভুক্ত খেলোয়াড় ছিলেন গ্রস। ইংলিশ ক্লাবটিতে সাত মৌসুম কাটিয়েছেন তিনি।
দলটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬১ ম্যাচ খেলে গ্রস ৩২ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৫২টিতে। এবার নতুন ঠিকানায় নিজেকে মানিয়ে নেওয়ার পালা গ্রসের।