আন্তর্জাতিক ফুটবল
৫৪ ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ইতি টানলেন ইংলিশ এই ডিফেন্ডার।
Published : 29 Aug 2024, 07:56 PM
বয়স খুব বেশি হয়নি, কেবল ৩৩ বছর। সবশেষ ইউরোতেও কিরান ট্রিপিয়ার ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু হুট করেই সব কিছুর ইতি টেনে দিলেন ইংলিশ এই ডিফেন্ডার। বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ফুটবলকে।
সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেন ট্রিপিয়ার। জাতীয় দলের জার্সিতে ৫৪ ম্যাচ খেলে শেষ হলো তার এই অধ্যায়। কেবল একটি গোলই করতে পেরেছিলেন তিনি দেশের হয়ে, ২০১৮ বিশ্বকাপের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে হারা ম্যাচে।
“বারির একজন তরুণ হিসেবে আমি কখনোই ভাবিনি যে, দেশের হয়ে খেলব, ৫৪ ম্যাচ খেলতে পারব। চারটি বড় টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় সম্মানগুলোর একটি।”
ইংল্যান্ডের সিনিয়র দলে ট্রিপিয়ারের অভিষেক ২০১৭ সালে। সবশেষ দুটি বিশ্বকাপ ও ইউরোতে ইংলিশ দলের সদস্য ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের এই রাইট-ব্যাক।
জার্মানিতে অনুষ্ঠিত ২০২৪ সালের ইউরোতে ইংল্যান্ডের খেলা ৭ ম্যাচের ছয়টিতেই শুরুর একাদশে খেলেন ট্রিপিয়ার। কিন্তু ফাইনালে তাকে বসিয়ে দেন তখনকার কোচ গ্যারেথ সাউথগেট। তার জায়গায় খেলেন লুক শ। তাদেরকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে স্পেন।
ট্রিপিয়ারের বিদায়ে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা লিখেছে, “দারুণ একটি আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।”
ইংল্যান্ডের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ট্রিপিয়ারকে।
“৫৪টি ম্যাচ, একটি বিশেষ গোল এবং অসংখ্য স্মৃতি। সবকিছুর জন্য ধন্যবাদ।”
তার ক্লাব নিউক্যাসল লিখেছে, “তুমি তোমার দেশকে গর্বিত করেছো।”
আগামী ৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে ইংল্যান্ড।