আন্তর্জাতিক ফুটবল
বার্সেলোনার তরুণ সেনসেশনকে প্রতিপক্ষের কঠিন সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে বলেছেন লুইস দে লা ফুয়েন্তে।
Published : 13 Oct 2024, 09:40 PM
ফুটবল বিশ্বে আলো ছড়িয়ে চলা লামিনে ইয়ামাল প্রতিপক্ষের জন্য বাড়তি ভাবনার কারণ হয়ে উঠেছেন। স্প্যানিশ তরুণ ফরোয়ার্ডকে রুখতে এখন কঠিন সব ট্যাকেলের আশ্রয় নিচ্ছেন ডিফেন্ডাররা। তাকে এসব কঠোর পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
উয়েফা নেশন্স লিগে শনিবার ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে ইয়ামালের ওপর চড়াও হন ডিফেন্ডাররা। ১৭ বছর বয়সী এই উইঙ্গারকে বেশ কয়েকবার ট্যাকেলের শিকার হতে হয়। ম্যাচ শেষে টিম বাসে যাওয়ার সময় বার্সেলোনার তরুণ সেনসেশনকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও উঠে ডেনমার্ক ম্যাচে ইয়ামালের বারবার ফাউলের শিকার হওয়ার প্রসঙ্গ। লা ফুয়েন্তে বলেন, প্রতিপক্ষকে থামাতে সর্বোচ্চ চেষ্টা করবে যেকোনো দল। তাই ইয়ামালকে এসবের সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দেন ইউরো জয়ী এই কোচ।
“নিয়মে যতটুকু পর্যন্ত কঠোরতার অনুমতি আছে, সেটার প্রয়োগ হবেই। সীমারেখা নির্ধারণের জন্য একজন রেফারি আছেন। তার মতো প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের প্রতিপক্ষ ভয় দেখানোর চেষ্টা করে এবং ফাউল করার সুযোগ খোঁজে।”
“এই প্রতিভাবান খেলোয়াড়দের রক্ষা করার কাজটা করতে হবে রেফারির। তবে লামিনেকে এতে অভ্যস্ত হতে হবে। পুরো ব্যাপারটা সহজ হলে ভালো লাগত আমার, কিন্তু এই খেলাটি এমনই।”
ডেনিশদের বিপক্ষে বারবার ফাউলের শিকার হলেও পুরো ম্যাচই খেলেন ইয়ামাল। বার্সেলোনা ফরোয়ার্ডের পারফরম্যান্সের প্রশংসা করেন কোচ লা ফুয়েন্তে। সঙ্গে মনে করিয়ে দেন, ফুটবলে প্রতিপক্ষের কাছ থেকে কঠিন সব চ্যালেঞ্জ আসার বিষয়টি।
“লামিনে ব্যতিক্রমী মনোভাব দেখিয়েছে এবং ডান দিক থেকে আমাদের জন্য অনেক সুযোগ তৈরি করেছে। সে বিশেষ এক প্রতিভা। (প্রতিপক্ষের ট্যাকেল নিয়ে) আমার এক সতীর্থ বলত, ‘তুমি কী চাও, (প্রতিপক্ষের কাছ থেকে) চুমু?’ দলগুলো নিয়মের মধ্যে থেকে যতটুকু সম্ভব তাদের অস্ত্র ব্যবহার করে।”
নেশন্স লিগে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক।
আগামী মঙ্গলবার সার্বিয়ার মুখোমুখি হবে স্পেন।