ফরাসি ফুটবল
অক্সেরের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচেও কিছু ইতিবাচক বিষয় পিএসজি কোচের চোখে পড়েছে।
Published : 07 Dec 2024, 07:26 PM
সবশেষ তিন ম্যাচ মিলিয়ে কেবল একটি গোল। অনায়াসেই ফরোয়ার্ডদের সমালোচনা করা যায়। তবে গোলমুখে ব্যর্থতার জন্য কখনও খেলোয়াড়দের সমালোচনা করবেন না জানিয়ে পিএসজি কোচ লুইস এনরিকে বললেন, প্রতিটা ম্যাচ থেকে ইতিবাচক ব্যাপারগুলো গ্রহণ করতে চান তিনি।
লিগ আঁর ম্যাচে শুক্রবার অক্সেরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে পিএসজি। টানা দুই ড্রয়ের পরও এক ম্যাচ কম খেলা দলটি ৮ পয়েন্টে এগিয়ে রয়েছে।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন ম্যাচের দুটিতে গোল করতে ব্যর্থ পিএসজি। গত ২৬ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল দলটি। এই দুই ম্যাচের মাঝে তারা জালের দেখা পেয়েছিল লিগ আঁয়, নঁতের সঙ্গে করেছিল ১-১ ড্র।
ইউরোপ সেরার মঞ্চে একদমই ভালো অবস্থায় নেই পিএসজি। প্রাথমিক পর্বে শেষ তিন রাউন্ডের আগে ২৫ নম্বরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। নকআউটে ওঠার প্লে-অফের সবশেষ স্থানের চেয়ে এখনও তারা ২ পয়েন্ট পিছিয়ে।
পরের ম্যাচে আগামী মঙ্গলবার সালসবুর্কের বিপক্ষে খেলবে এনরিকে। এর আগে এই মৌসুমে প্রমোশন পেয়ে লিগ আঁতে ফেরা অক্সেরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও দলের পারম্যান্সের প্রশংসা করলেন এনরিকে।
“এটা পরিষ্কার যে, মাঠে যা হয়েছে এর প্রতিফলন নেই ম্যাচের ফলে। ঘরের মাঠে দ্বিতীয় সেরা দলের বিপক্ষে আমরা নেমেছিলাম। আমরা গোলের অনেক সুযোগ তৈরি করেছিলাম।”
“অবশ্যই গোল করার কাজটা অসমাপ্ত রয়ে গেছে, যেটা ম্যাচ জেতায়। আমাদের টানা কিছু ম্যাচ গেছে যেখানে আমরা গোল করতে পারিনি বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। মঙ্গলবার আমাদের সামনে জয়ের চেষ্টার আরেকটি সুযোগ থাকবে।… খেলোয়াড়রা যদি গোলের সুযোগ হাতছাড়া করে আমি কখনও ওদের সমালোচনা করব না। কেবল ওদের আত্মবিশ্বাস বাড়াতে ও উন্নতি করতে উৎসাহ দিয়ে যাব।”
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে খেলা নিয়ে শঙ্কা আছে ঠিকই; তবে অতীত নিয়ে পড়ে না থেকে এনরিকে কেবল সামনের ম্যাচগুলো নিয়েই ভাবতে চান।
“(আমাদের) স্মৃতি স্বল্পস্থায়ী, আগের ফলাফলের কোনো অর্থ আমার কাছে নেই। কেবল সালসবুর্ক ম্যাচই গুরুত্ব পাচ্ছে। আমাদের অনেক মানুষ আছে, যারা মনে করিয়ে দেয় আমরা কতটা খারাপ এবং আমরা যদি নেতিবাচক ব্যাপারগুলোতে মনযোগ দিই, তাহলে আমাদের হত্যোদম হয়ে যেতে হবে।”